Eden Gardens: আলোর মায়াজাল, ইডেনের লেজার শো দেখে আপ্লুত কোহলিরাও
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রায় ৬ বছর পর ইডেনে আয়োজিত হল কোনও ওয়ান ডে ম্যাচ।
২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-ই ছিল এই মাঠে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভারতের শেষ ম্যাচ।
রোহিত শর্মাদের সঙ্গে দাসুন শনাকাদের ক্রিকেটীয় দ্বৈরথ ছাড়াও এই ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল লেজার শো।
দুই ইনিংসের বিরতিতে লেজার শো-র মাধ্যমে দর্শক বিনোদনের বন্দোবস্ত করেছিল সিএবি।
তবে শ্রীলঙ্কা ইনিংস ১০.২ ওভার আগে শেষ হয়ে যাওয়ায় পিছিয়ে দেওয়া হয় শো।
ঠিক হয়, দুই ইনিংসের বিরতিতে নয়, লেজার শো হবে ম্যাচের শেষে।
শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলে ভারত। তারপরই ইডেন গার্ডেন্স দেখল আলোর মায়াজাল।
৬ মিনিটের লেজার শোয়ে মুগ্ধ খেলা দেখতে আসা দর্শকেরা। বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
এই লেজার শো চলাকালীনই সাজঘরের সামনে বিরাট ও ঈশান কিষাণকে মুহূর্তের জন্য নাচতে দেখা যায়।
বিরাট, ঈশানের নাচ দর্শকরা ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়। ছবি - সন্দীপ সরকার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -