Ind vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে কেমন হতে পারে ভারতের একাদশ?
সুপার স্পোর্টস পার্কে ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে এখনও ৫ দিন বাকি। ২৬ ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে-তে মুখোমুখি হচ্ছে দুই দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এখন থেকেই জোর চর্চা চলছে ভারতের প্রথম একাদশ নিয়ে। ঘোরাফেরা করছে প্রচুর অঙ্ক। ভারতের সিনিয়র দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের এটাই প্রথম বিদেশ সফর। আর প্রথম সিরিজ শুরুর মুখেই তাঁকে নির্বাচনী অঙ্কের সমাধান খুঁজতে হচ্ছে।
সবচেয়ে বেশি জল্পনা হচ্ছে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও হনুমা বিহারীর (Hanuma Vihari) মধ্যে কাকে খেলানো হবে তা নিয়ে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুরন্ত অভিষেক ঘটিয়েছেন শ্রেয়স। অভিষেক টেস্টের দুই ইনিংসে তাঁর রান ছিল ১০৫ ও ৬৫। দুই ইনিংসেই তিনি যখন ব্যাট করতে নামেন, টেস্ট ম্যাচ দোদুল্যমান অবস্থায় ছিল। শ্রেয়স যখন আউট হন, ম্যাচের রাশ উঠে গিয়েছিল ভারতের হাতে। দুই ইনিংসেই। এতটাই প্রভাব বিস্তার করেছিলেন মুম্বইয়ের ক্রিকেটার যে, ম্যাচের পর রাহুল দ্রাবিড়কে শুনতে হয়, করুণ নায়ারের মতো সুযোগ না পেয়ে পেয়ে ফুরিয়ে যেতে হবে না তো শ্রেয়সকে!
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬ ম্যাচে আশির ওপর স্ট্রাইক রেট রেখে রান করে গিয়েছেন শ্রেয়স। তাঁকে বসানোটা সহজ হবে না।
নজরে রয়েছেন হনুমাও। অস্ট্রেলিয়ায় তাঁর ব্যাট হাতে মহাকাব্যিক লড়াই ভোলেননি কেউই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে বাদ দেওয়া নিয়ে কম হইচই হয়নি। সমালোচনার মুখে পড়ে তাঁকে ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো হয়।
সেখানেও নিজেকে প্রমাণ করেন হনুমা। পাঁচ ইনিংসে তাঁর রান ছিল ২৫, ৫৪, অপরাজিত ৭২, ৬৩ ও অপরাজিত ১২। অনেকেই মনে করছেন যে, দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাঁকে প্রস্তুত রাখার লক্ষ্যেই এ দলের হয়ে প্রোটিয়া দেশে পাঠানো হয়েছিল। আর সেই আস্থার মর্যাদা দিয়েছেন হনুমা।
বড় কোনও পরিবর্তন না হলে ওপেনিং করবেন ময়ঙ্ক অগ্রবাল। রোহিত শর্মা চোটের জন্য টেস্ট সিরিজে না থাকায় কে এল রাহুলের সঙ্গে ইনিংস ওপেন করার সম্ভাবনা ময়ঙ্কেরই।
তিনে চেতেশ্বর পূজারা ও চারে বিরাট কোহলি খেলবেন। পাঁচ নম্বর জায়গা নিয়েই আলোচনা চলছে সবচেয়ে বেশি। কারও কারও মনে হচ্ছে, ছন্দ হারানো অজিঙ্ক রাহানেকে বসানো হতে পারে। আবার অনেকে বলছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য যিনি সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁকে এক টেস্ট পরে দল থেকেই ছেঁটে ফেলা হবে!
রাহানে খেললে ছ'নম্বরে দেখা যেতে পারে শ্রেয়সকে।
সাতে সম্ভবত ঋষভ পন্থ। রবীন্দ্র জাডেজা চোটের জন্য না থাকায় পাঁচ বোলারের স্ট্র্যাটেজি থেকে সরে আসতে পারে ভারত। একমাত্র স্পিনার হিসাবে খেলানো হতে পারে অশ্বিনকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -