Ind vs WI 2022: রোহিত বনাম পোলার্ড ধুন্ধুমার লড়াই, কবে কোথায় ম্যাচ?
ফেব্রুয়ারিতে ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন ক্যারিবিয়ানরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমে হবে ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচ, তারপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
প্রথমে কথা ছিল ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি হবে যথাক্রমে আমদাবাদ, জয়পুর ও কলকাতায়। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে কটক, বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে।
কিন্তু পরিস্থিতি নাটকীয় ভাবে বদলে দেয় করোনার তৃতীয় ঢেউ। যার জেরে এক সময় সিরিজের ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়েছিল। পরে ঠিক হয়, সিরিজ হবে। কিন্তু মাঠের সংখ্যা কমিয়ে।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, দুই দলই চায় না করোনার বাড়াবাড়ির মধ্যে একাধিক শহরে ঘুরে ঘুরে খেলতে। তাই ভেন্যুর সংখ্যা কমানো হবে। সূচি চূড়ান্ত করতে বুধবার বৈঠকে বসেছিল বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটি। তারপরই শনিবার ঘোষণা করে দিল বোর্ড।
বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হল যে, ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচ হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ম্যাচগুলি হবে ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি।
তারপর দুই দল পৌঁছে যাবে কলকাতায়। এখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে।
ইডেনে তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। বোর্ডের তরফে জানানো হয়েছে যে, বর্তমান করোনা পরিস্থিতিতে ছয় শহরে ঘুরে ম্যাচ খেলতে হলে কোভিড সংক্রমণের আশঙ্কা থাকছে। সেই কারণে দুই শহরে হবে ৬টি ম্যাচ।
ভারতীয় দল (Team India) এখন দক্ষিণ আফ্রিকায়। টেস্ট সিরিজের পর প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজ খেলার পরই দেশের মাটিতে পরীক্ষা দিতে হবে মেন ইন ব্লু-কে।
বোর্ড সূত্রে খবর, ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হতে পারে দর্শকশূন্য মাঠে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -