Ind vs WI: হাতে ২৮৯ রান, ৯৮ ওভারে ভারতকে তুলতে হবে ৮ উইকেট, আজ রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা
প্রথম টেস্টে ভারত একপেশেভাবে জিতলেও, প্রশ্নের মুখে পড়েছিল টিম ইন্ডিয়ার (Team India) মন্থর ব্যাটিং। অনেকে বলাবলি করেছিলেন, বাজ়বলের যুগে এখনও রক্ষণাত্মক মানসিকতা আগলে রয়েছে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় টেস্টে অবশ্য সাহসী সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ১৮১/২ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে দিলেন। ঈশান কিষাণের (Ishan Kishan) হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই। ওয়েস্ট ইন্ডিজ়ের চেয়ে ৩৬৪ রানের লিড নিয়ে (Ind vs WI)।
ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হলে ওয়েস্ট ইন্ডিজ়কে তুলতে হবে ৩৬৫ রান, এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৭৬/২। জোড়া উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজ়কে চাপে রাখলেন আর অশ্বিন।
সোমবার ম্যাচের শেষ দিন। ম্যাচ জিতে সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরতে ভারতকে তুলতে হবে ৮ উইকেট।
সারাদিনে সর্বোচ্চ ৯৮ ওভার খেলা হতে পারে। যদি না মাঝপথে বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ায়।
সেই ৯৮ ওভারের মধ্যে বাকি ৮ উইকেট তুলতে হবে ভারতীয় বোলারদের। যা করতে পারলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার।
ওয়েস্ট ইন্ডিজ়ের সামনেও রয়েছে সমতা ফেরানোর সুযোগ। তার জন্য ক্যারিবিয়ানদের তুলতে হবে আরও ২৮৯ রান। রুদ্ধশ্বাস পঞ্চম দিনে শেষ হাসি হাসবে কোন শিবির?
ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ইনিংসে জোড়া উইকেট তুলে নিয়েছেন আর অশ্বিন। পিচে বল ঘুরতে শুরু করেছে।
জয়ের স্বপ্নে বুঁদ মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। যশপ্রীত বুমরা-মহম্মদ শামির অনুপস্থিতিতে যিনি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন। পোর্ট অফ স্পেনে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলেছিলেন। হায়দরাবাদের পেসারের মতে, অফস্পিনার আর অশ্বিন ঠিকই ভারতের হয়ে জয় ছিনিয়ে আনবেন।
সিরাজ় বলছেন, 'উইকেট যেরকম আচরণ করছে, তাতে অশ্বিন ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটিংকে তছনছ করে দেবে। বল ঘুরছে।' ছবি - বিসিসিআই, ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড ও আইসিসি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -