দলে একাধিক বদলের সম্ভাবনা, শেষ ওয়ান ডেতে সুযোগ পাবেন শাহবাজ?
ওপেনিং বা পরের দিকে, কেএল রাহুল যত নম্বরেই ব্যাট করুন, তাঁর দিকে নজর থাকবেই। গত ম্যাচে মাত্র এক রানে আউট হওয়ার পর এই ম্যাচে বড় রান করতে মুখিয়ে থাকবেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ম্য়াচে শিখর ধবনের ওপেনিংয়ে নামা বিন্দুমাত্রও প্রশ্নচিহ্ন নেই। তাঁর খেলা পাকা।
শুভমন গিলের সামনে নিজের ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ। এখনও তিনিই সিরিজে সর্বাধিক, মোট ১১৫ রান করেছেন।
গত ম্যাচে ব্যর্থ হলেও ঈশান কিষাণ সম্ভবত আরেকটি সুযোগ পাবেন এই ম্য়াচে।
কিষাণকে কিপার হিসাবে খেলিয়ে রুতুরাজ গায়কোয়াড়কে খেলোনোর সুযোগ থাকলেও, সম্ভবত সঞ্জু স্যামসন দলে নিজের জায়গা ধরে রাখবেন।
ব্যাট হোক বা বল, সুযোগ পেলেই দীপক হুডা বেশ ভালই পারফর্ম করেছেন, তাই তাঁর দলে থাকা উচিত।
এই সিরিজে অক্ষর পটেলের বদলি বদলতে শাহবাজ আহমেদ। সদ্য দলে আসা শাহবাজকে সম্ভবত এই সিরিজে সুযোগ দেওয়া হবে না। অক্ষরই তৃতীয় ম্যাচেও খেলবেন।
প্রথম ম্যাচে সেরা হয়েও, চোটের জন্য দ্বিতীয় ওয়ান ডে খেলা হয়নি। তবে শেষ ওয়ান ডেতে শার্দুল ঠাকুরের বদলে দলে ফেরার সম্ভাবনা দীপক চাহারের।
দলে কুলদীপের বিকল্প নেই, তাই তাঁর সিরিজের শেষ ম্যাচ খেলা কার্যত নিশ্চিত।
এর আগে সিরিজের একটিও ম্যাচে খেললেনি। তবে মহম্মদ সিরাজের বদলে এই ম্য়াচে বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে সুযোগ পেতে পারেন আবেশ খান।
প্রসিদ্ধ কৃষ্ণ সম্ভবত দ্বিতীয় বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে দলে নিজের জায়গা ধরে রাখবেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -