IND vs ZIM ODI: রাহুল ফেরায় কি বাদ পড়বেন গিল, কেমন হতে পারে ভারতের একাদশ?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজসেরা হয়েছিলেন। রাহুল আসায় তাঁর ওপেনিং পজিশন নিয়ে হালকা প্রশ্নচিহ্ন থাকলেও, খুব হেরফের না হলে শুভমন গিলই ওপেন করবেন এই সিরিজে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজিম্বাবোয়ে সফরে রাহুল ফেরায় অধিনায়কত্ব গেলেও শিখর ধবনের ওপেনিং পজিশনে খেলা নিয়ে কোনও প্রশ্নচিহ্ন নেই।
শ্রেয়স আইয়ার বা বিরাট কোহলি কেউই না থাকায় দীপক হুডাই সম্ভবত এই সিরিজে তিন নম্বরে নামবেন।
টি-টোয়েন্টিতে ওপেন করলেও, ওয়ান ডেতে রাহুল সাধারণত ওপেনিং নয়, বরং ভারতের হয়ে চার নম্বরেই খেলেন।
সম্ভবত তারকাদের অনুপস্থিতিতে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ঈশান কিষাণ, তবে টপ অর্ডার নয়, ভারতীয় মিডল অর্ডারে।
তবে কিপার হিসাবে ওয়েস্ট ইন্ডিজের মতোই এই সিরিজেও সঞ্জু স্যামসনকেই দেখা যাওয়ার সম্ভবনা প্রবল।
ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে তাই প্রথম ম্যাচে সম্ভবত অক্ষর পটেলই স্পিন অলরাউন্ডার হিসাবে খেলবেন।
শার্দুল ঠাকুর পেস বোলিং অলরাউন্ডার হিসাবে দলে সম্ভবত সুযোগ পাবেন।
সামনে বিশ্বকাপ তাঁর আগে সকলের ফর্ম ও ফিটনেস পরখ করে নেওয়াটা জরুরি। বহুদিন পরে চোট সারিয়ে ফেরা দীপক চাহার তাই এই সিরিজে খেলবেন এমনটা আশা করাই যায়।
যুজবেন্দ্র চাহাল না থাকায় কুলদীপ যাদব দলে দ্বিতীয় স্পিনার হিসাবে সুযোগ পেতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রত্যাবর্তন ম্যাচে কিন্তু তাঁকে দারুণ ছন্দে দেখিয়েছে।
তৃতীয় ফাস্ট বোলার হিসাবে দলে জায়গা পাওয়ার বিষয়ে লড়াইটা প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজের মধ্যে। দুইজনকেই সম্ভবত ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -