Independence Day 2025: গ্রামের শিশুরা কাগজের পতাকা বানিয়ে পালন করল স্বাধীনতা দিবস, মুগ্ধ সহবাগ, সচিনরা কী করলেন?

15 August: সিরাজ থেকে শুরু করে শামি, গুকেশ থেকে গম্ভীর, খেলার দুনিয়ার তারকারা স্বাধীনতা দিবস পালন করলেন কীভাবে?

স্বাধীনতা দিবস উদযাপন ক্রিকেটারদেরও। - ইনস্টাগ্রাম

1/10
সদ্য ইংল্যান্ডে গিয়ে দুরন্ত বোলিং করেছেন। মহম্মদ সিরাজ জাতীয় পতাকা হাতে নিজের পুরনো ছবি পোস্ট করে লিখলেন, 'স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'
2/10
তিনি চোটের জন্য জাতীয় দলের বাইরে। দলীপ ট্রফির প্রস্তুতি নিচ্ছেন। মহম্মদ শামি উত্তর প্রদেশের বাড়িতে পতাকা উত্তোলন করলেন। সঙ্গে লিখলেন, 'মনের স্বাধীনতা, প্রাণের গর্ব।'
3/10
মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী লিখেছেন, 'এই তেরঙার নীচে আমরা সবাই এক। জয় হিন্দ।'
4/10
পিছনে পাহাড়-জঙ্গল। প্রকৃতির মাঝে জাতীয় পতাকা হাতে ধরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর।
5/10
স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে জাতীয় পতাকার রংয়ের পোশাক পরে ছবি পোস্ট করেছেন ঋদ্ধিমান সাহা।
6/10
জাতীয় পতাকা হাতে নিজের পুরনো ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রোহিত শর্মাও।
7/10
ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর লিখেছেন, 'আমার দেশই আমার পরিচয়। জয় হিন্দ।'
8/10
ইরফান পাঠান জাতীয় পতাকা হাতে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, 'স্বাধীনতা অনেক কষ্টার্জিত। আমাদের দায়িত্ব হল সেটা রক্ষা করা।'
9/10
দাবাড়ু ডি গুকেশ তেরঙার প্রেক্ষাপটে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, 'স্বাধীনতা আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে। দেশের প্রতিনিধিত্ব করার প্রতিটি মুহূর্ত গর্বের।'
10/10
গ্রামের এক ঝাঁক খুদের কাগজের পতাকা বানিয়ে স্বাধীনতা দিবস পালনের ছবি পোস্ট করেছেন বীরেন্দ্র সহবাগ। সঙ্গে লিখেছেন, 'দেশপ্রেম একটা নেশা।' ছবি - সোশ্যাল মিডিয়া
Sponsored Links by Taboola