Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
India at 75: ক্রীড়াক্ষেত্রে স্বাধীন ভারতের সবচেয়ে বড় সাফল্যগুলি এক নজরে
অলিম্পিক্সে ভারতীয় হকি দলের সাফল্যের কথা সকলেরই জানা। ১৯৪৮ খেকে ১৯৮০ সালের মধ্যে ভারতীয় পুরুষ হকি দল চার চারটি সোনা জেতে। এছাড়া ১৯৬০ সালে রুপো এবং ১৯৬৮ ও ১৯৭২ সালে ব্রোঞ্জ পদকও জেতে তারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৫২ সালে স্বাধীন ভারতকে অলিম্পিক্সের মঞ্চে প্রথম পদক এনে দেন খাসাবা দাদাসাহেব যাদব। বক্সিংয়ে ব্যান্টামওয়েট বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি।
বিগত দুই বিশ্বকাপের হতাশা তুচ্ছ করে ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপ জিতে নেয় কপিল দেবের ভারত। এই বিশ্বকাপ জয়ের পর থেকেই ভারতে ক্রিকেটকে ঘিরে উন্মাদনা বৃদ্ধি পায়।
১৯৬২ সালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জেতে ভারতীয় ফুটবল দল। পি কে বন্দোপাধ্যায় ও জার্নেইল সিংহের গোলে ২-১ স্কোরলাইনে জেতে ভারত।
২০০৮ সালে ভারতকে অলিম্পিক্সের মঞ্চে প্রথম অ্যাথলিট হিসাবে ব্যক্তিগত বিভাগে সোনা জেতান অভিনব বিন্দ্রা। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন তিনি।
১৯৮৩ সালের বিশ্বকাপের পর বহুদিন বিশ্বকাপ অধরা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপই জিতে নেয় মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
ওই বিশ্বজয়ের চার বছর পরেই আবারও বিশ্বকাপ ওঠে ভারতের হাতে। এবার ৫০ ওভারের বিশ্বকাপ জেতে ধোনির ভারত।
২০২০ সালে ভারতীয় ক্রীড়াজগত এক নতুন তারকাকে খুঁজে পেল। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম অলিম্পিক্স সোনা এনে দিলেন নীরজ চোপড়া। ৮৭.৫৮ মিটার দূরে ছুঁড়লেন জ্যাভলিন।
ইন্দোনেশিয়াকে হারিয়ে এই বছরই ইতিহাস তৈরি করে ভারতীয় ব্যাডমিন্টন দল। প্রথমবার ভারতের ঘরে আসে থমাস কাপ খেতাব।
১৯৭৫ সালে ভারতীয় পুরুষ হকি দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ১৯৭৫ সালে প্রথম পুরুষ হকি বিশ্বকাপ জেতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -