IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে রাজকীয় জয়ে একগুচ্ছ রেকর্ড
India vs England 3rd Test: তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানের ব্যবধানে হারায় ভারতীয় দল।
দুরন্ত জয়ে ভারতের একগুচ্ছ রেকর্ড (ছবি: পিটিআই)
1/9
তিনি যে ভারতীয় ক্রিকেটের তথাকথিত 'নেক্সট বিগ থিং' তা বহুদিন থেকেই সকলের মুখে মুখে শোনা যাচ্ছিল। ২২ বছরের যশস্বী দিন-প্রতিদিন প্রমাণ করছেন, তিনি শুধু ভবিষ্যত নন, টিম ইন্ডিয়ার বর্তমানও।
2/9
রাজকোটে যশস্বীর ব্যাট থেকে এল এক চোখধাঁধানো দ্বিশতরান। এই অনবদ্য ইনিংসের সুবাদেই একাধিক তালিকায় সামিল হলেন তিনি। গড়লেন বিশ্বরেকর্ডও।
3/9
তরুণ ভারতীয় ওপেনার ১২টি ছক্কা হাঁকান এই ইনিংসে। এক টেস্ট ইনিংসে এটাই যুগ্মভাবে সর্বকালের সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড। ওয়াসিম আক্রমের রেকর্ডে ভাগ বসালেন যশস্বী।
4/9
সিরিজ়ে ইতিমধ্যেই ২২টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন যশস্বী, যা দ্বিপাক্ষিক সিরিজ়ে সর্বকালীন রেকর্ড। রোহিত শর্মার ১৯টি ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙলেন তিনি।
5/9
বিরাট কোহলি ও বিনোদ কাম্বলির পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে পর পর টেস্টে দ্বিশতরান হাঁকালেন যশস্বী। বিশাখাপত্তনমে ২০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
6/9
তৃতীয় কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দ্বিশতরান হাঁকানোর কৃতিত্বও নিজের নামে করলেন মুম্বইয়ের তরুণ। ২২ বছর ৪৯ দিনের মাথায় আসল তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। বিনোদ কাম্বলি ও ডন ব্র্যাডম্যান ২১ বছরে দুইটি করে দ্বিশতরান হাঁকিয়ে ফেলেছিলেন।
7/9
অভিষেক টেস্টের দুই ইনিংসে অর্ধশতরান হাঁকিয়ে সরফরাজ খান নিজের দক্ষতার পরিচয় দিলেন। শ্রেয়স আইয়ার, সুনীল গাওস্কর, দিলাওয়ার হুসেনের পর মাত্র চতুর্থ ভারতীয় হিসাবে অভিষেক টেস্টের দুই ইনিংসেই অর্ধশতরানের গণ্ডি পার করলেন তিনি।
8/9
আর অশ্বিন প্রথম ইনিংসে জ্যাক ক্রলিকে ফিরিয়েই মাত্র দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নামে করেন।
9/9
তবে অশ্বিনের মাইলফলক গড়া টেস্টে ব্যাটে বলে অনবদ্য রবীন্দ্র জাডেজা। ১১২ রানের ইনিংস খেলার পাশাপাশি মোট সাতটি উইকেট নিয়ে ভারতের জয়ের মূল কারিগর তিনিই। ৪৩৪ রানে ইংল্যান্ডকে ম্যাচ হারায় রোহিতের ভারত। এটাই টেস্টের ইতিহাসে ভারতের সবথেকে বড় জয়।
Published at : 18 Feb 2024 11:13 PM (IST)