India vs Kuwait Final: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কুয়েতকে শ্যুট আউটে হারিয়ে রেকর্ড নবম সাফ কাপ জিতল ভারত
SAFF Championship Final: ১-১ স্কোরলাইনে খেলা শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ স্কোরলাইনে ম্যাচ জিতে নেয় ভারত।
নবমবার সাফ কাপ জিতল ভারত (ছবি: ভারতীয় ফুটবল ট্যুইটার)
1/8
ম্যাচের শুরুটা দুই দলের কেউই খুব একটা আহামরি করেনি। এই বছর এই প্রথমবার ম্যাচে পিছিয়ে পড়ে ভারত।
2/8
প্রথমার্ধে অতিআগ্রাসী খেলায় একগুচ্ছ ফাউল করে দুই দলই। তাই ম্যাচে কোনও সময়ই দুই দলেরই ছন্দ খুঁজে পেতে সমস্যা হচ্ছিল।
3/8
তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ফর্মে থাকা লালরিনজুয়ালা ছাংতে ৩৮ মিনিটে গোল করে ভারতকে ম্যাচে ফেরান।
4/8
দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ফের একবার নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোল ড্র হয় ভারত-কুয়েতের ম্যাচ।
5/8
অতিরিক্ত সময়েও গোলের দরজা খুলতে পারেনি কোনও দল। ১২০ মিনিট শেষেও স্কোরলাইন ১-১ থাকে।
6/8
১১৯ মিনিটে কিন্তু গোল করে ভারতকে জেতানোর এক দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন ছাংতে। কিন্তু পূজারির বাড়ানো বল তেকাঠির মধ্যে রাখতে পারেননি তিনি।
7/8
সেমিফাইনালে শ্যুট আউটে দুরন্ত পারফর্ম করে দলকে জিতিয়েছিলেন গুরপ্রীত সিংহ সিন্ধু। ফাইনালে ফের জ্বলে উঠেন তিনি। দুরন্ত সেভ করে ৫-৪ শ্যুট আউট জিততে সাহায্য করেন তিনি।
8/8
এই নিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইল ব্লু টাইগার্সরা। রেকর্ড নবম সাফ চ্যাম্পিয়নশিপ জিতল।
Published at : 05 Jul 2023 12:47 AM (IST)