India vs Kuwait Final: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কুয়েতকে শ্যুট আউটে হারিয়ে রেকর্ড নবম সাফ কাপ জিতল ভারত
ম্যাচের শুরুটা দুই দলের কেউই খুব একটা আহামরি করেনি। এই বছর এই প্রথমবার ম্যাচে পিছিয়ে পড়ে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমার্ধে অতিআগ্রাসী খেলায় একগুচ্ছ ফাউল করে দুই দলই। তাই ম্যাচে কোনও সময়ই দুই দলেরই ছন্দ খুঁজে পেতে সমস্যা হচ্ছিল।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ফর্মে থাকা লালরিনজুয়ালা ছাংতে ৩৮ মিনিটে গোল করে ভারতকে ম্যাচে ফেরান।
দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ফের একবার নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোল ড্র হয় ভারত-কুয়েতের ম্যাচ।
অতিরিক্ত সময়েও গোলের দরজা খুলতে পারেনি কোনও দল। ১২০ মিনিট শেষেও স্কোরলাইন ১-১ থাকে।
১১৯ মিনিটে কিন্তু গোল করে ভারতকে জেতানোর এক দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন ছাংতে। কিন্তু পূজারির বাড়ানো বল তেকাঠির মধ্যে রাখতে পারেননি তিনি।
সেমিফাইনালে শ্যুট আউটে দুরন্ত পারফর্ম করে দলকে জিতিয়েছিলেন গুরপ্রীত সিংহ সিন্ধু। ফাইনালে ফের জ্বলে উঠেন তিনি। দুরন্ত সেভ করে ৫-৪ শ্যুট আউট জিততে সাহায্য করেন তিনি।
এই নিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইল ব্লু টাইগার্সরা। রেকর্ড নবম সাফ চ্যাম্পিয়নশিপ জিতল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -