IND vs SL: জাডেজা, কুলদীপের ভেল্কি, এশিয়া কাপের ফাইনালে ভারত, নজর কাড়লেন শ্রীলঙ্কার তরুণ স্পিনার
এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছ ভারতীয় দল। ফাইনালেও পৌঁছে গিয়েছে তারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাটাররা গতকাল ব্যর্থ হলেও বল হাতে জাডেজা ও কুলদীপের ভেল্কির সামনে আত্মসমর্পন করেন লঙ্কা ব্যাটাররা। ৪১ রানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া।
গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ২১৩ রানই মাত্র বোর্ডে তুলতে পারে। অর্ধশতরানের ইনিংস খেলেন রোহিত শর্মা।
এছাড়া আর কোনও ব্যাটারই তেমন পারফর্ম করতে পারেননি। মাঝে যদিও ৬৩ রানের পার্টনারশিপ গড়েন রাহুল ও ঈশান।
রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটররা যদিও কম লক্ষ্যমাত্রা তাড়া করার সুযোগ কাজে লাগাতে পারেননি। ভারতের স্পিন আক্রমণের সামনে নাজেহাল হতে হয় লঙ্কা ব্যাটিং লাইন আপকে।
বুমরা, সিরাজ হার্দিকরা নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে চাপে রাখেন লঙ্কা ব্যাটারদের। টপ অর্ডারের কেউই রান পাননি।
পাকিস্তান ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। এদিনের ম্যাচেও ফের জ্বলে উঠলেন কুলদীপ যাদব। তুলে নিলেন ৪ উইকেট।
কুলদীপকে যোগ্য সঙ্গ দেন রবীন্দ্র জাডেজা। তিনি ২ উইকেট তুলে নেন ম্যাচের।
সুপার ফোরে এরপর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ফাইনালের টিকিট মিলে যাওয়ায় সেই ম্যাচে হয়ত একাদশে কিছু বদল আনা হতে পারে।
শ্রীলঙ্কা ম্যাচ হারলেও দলের তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়ালালাগে বল হাতে ৫ উইকেট ও ব্যাট হাতে ৪১ রান করে নজর কাড়েন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -