IND vs SA: রাহুলের অর্ধশতরান, রাবাডার ৫ উইকেট, এক ঝলকে বৃষ্টিবিঘ্নিত সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে টস হারতে হয় ভারতকে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্ট অভিষেক হল প্রসিদ্ধ কৃষ্ণর। তারকা ডানহাতি পেসারের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন যশপ্রীত বুমরা।
ব্যাট হাতে নেমে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক কাগিসো রাবাডার বলে পুল শট মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান। শুরু হয় ভারতের ব্যাটিং ভাঙন।
বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি শুভমন গিলও। নানদ্রে বার্গারের বলে ২ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন তারকা ডানহাতি পেসার।
ক্রমে ঘাতক হয়ে ওঠে প্রোটিয়া পেস অ্যাটাক। যাঁদের নেতৃত্ব দিচ্ছিলেন রাবাডা। বার্গারের দ্বিতীয় শিকার হন জয়সওয়াল। তিনি ১৭ রান করে ফেরেন।
মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বিরাট ও শ্রেয়স দলকে টানছিলেন। তবে বিরতির পরই ৩১ রানের মাথায় রাবাডার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফেরেন শ্রেয়স আইয়ার।
বিরাটকেও ফিরিয়ে দেন রাবাডা। তাঁর আউটস্যুইং বল কোহলির ব্যাটের কানায় লেগে কিপারের হাতে চলে যায়। ৩৮ রান করেন প্রাক্তন ভারত অধিনায়ক।
এরপর দলকে টানা শুরু করেন কে এল রাহুল। গত প্রোটিয়া সফরে প্রথম টেস্টে শতরান হাঁকিয়েছিলেন। এবারও প্রথম টেস্টে তাঁর ব্যাটেই প্রথম দিনের শেষে ভারতীয়দের মধ্যে ব্য়ক্তিগত সর্বোচ্চ রান।
শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে একটা ছোট্ট পার্টনারশিপ গড়ে তোলেন। দিনের শেষে ৭০ রানে অপরাজিত রয়েছেন রাহুল।
কে এল রাহুল নিজের অর্ধশতরান পূরণ করেন এর মধ্যেই। বেশ কয়েকবার বাউন্সার তাঁর কাঁধে, কনুইয়ে লাগে। কিন্তু সব প্রতিকূলতা জয় করে দলকে ভরসা জোগাচ্ছেন এই ডানহাতি।
বিরাট, গিল, রোহিতদের ব্যর্থতা কিছুটা প্রলেপ দিয়েছেন রাহুল। ভারত প্রথম দিনের শেষে বোর্ডে তুলেছে ২০৮/৮।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -