India ODI Records: ইংল্যান্ডকে তছনছ করে নেহরা-আগরকরদের পেরিয়ে তালিকায় তিন নম্বরে বুমরা
ওয়ান ডে ক্রিকেটে ভারতের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স স্টুয়ার্ট বিনির। ২০১৪ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪ রানে পেয়েছিলেন ৬ উইকেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯৩ সালে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ রানে ৬ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। হিরো কাপের সেই ঐতিহাসিক ফাইনালে কুম্বলের বোলিং দাপটে ম্যাচ জিতেছিল ভারত।
বুধবার যশপ্রীত বুমরার ১৯ রানে ৬ উইকেট ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে তৃতীয় সেরা পারফরম্যান্স।
২০০৩ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডকে ধ্বংস করেছিলেন আশিস নেহরা। ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার।
২০১৮ সালে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। ভারতীয়দের মধ্যে ওয়ান ডে-তে পঞ্চম সেরা পারফরম্যান্স।
২০০৭ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার মুরলী কার্তিক।
২০০৪ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২ রানে ৬ উইকেট নেন অজিত আগরকর। ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সপ্তম সেরা পারফরম্যান্স।
২০১৯ সালে সেই মেলবোর্নেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২ রানেই ৬ উইকেট নিয়েছিলেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -