Coronavirus New Variant: দেশে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ, পিছনে কোন ভ্যারিয়েন্ট?
ফাইল চিত্র
1/9
এখনও থামেনি কোভিডের লড়াই। বছরের শুরুতে যখন ভারতে ক্রমশ কমে আসছিল কোভিড সংক্রমণের হার। অন্যদিকে টিকাকরণ বাড়ছিল, তখন মনে করা হয়েছিল, এবারের মতো হারিয়ে দেওয়া গিয়েছে কোভিডকে। ছবি: পিটিআই/ গেটি
2/9
কিন্তু বিজ্ঞানীরা আগেই সতর্ক করেছিলেন। আইআইটি-র একটি গবেষক দল আগেই বলেছিল, ফের জুন মাসের পর থেকে ভারতে বাড়তে পারে কোভিড। আসতে পারে চতুর্থ ঢেউ। এখনকার ছবি প্রায় সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ছবি: পিটিআই/ গেটি
3/9
ভারতে দেরিতে হলেও বিদেশে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ এবং ব্রিটেনে বেশ কিছুদিন আগে থেকেই বেড়েছে সংক্রমণের হার। আর আশঙ্কাকে সত্যি প্রমাণ করেই খোঁজ মিলেছে ওমিক্রনের একটি নতুন সাব ভ্যারিয়েন্টের। ছবি: পিটিআই/ গেটি
4/9
ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টা বা ডেল্টা প্লাসের মতো প্রাণঘাতী না হলেও অনেকগুণ বেশি ছোঁয়াচে। সেই কারণেই সংক্রমণের ঢেউ আসতে বেশি সময় লাগেনি। ভারতেও কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ ওমিক্রনের হাত ধরেই হয়েছিল। এবার তারই একটি সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ইংল্যান্ড ও আমেরিকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারত-সহ ১০টি দেশে খোঁজ মিলেছে এই ভ্যারিয়েন্টের। ছবি: পিটিআই/ গেটি
5/9
এই সাব ভ্য়ারিয়েন্টের নাম BA.2.75. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক সৌম্য়া স্বামীনাথন সম্প্রতি একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, এই সাব ভ্যারিয়েন্ট ঠিক কতটা উদ্বেগের, তা এখনও বোঝা সম্ভব হয়নি। ঠিক মতো গবেষণা করতে গেলে যা স্ট্রেইন দরকার তা এখনও মেলেনি, ফলে এখনই নির্দিষ্ট করে বলার মতো জায়গা নেই। ছবি: পিটিআই/ গেটি
6/9
যদিও উদ্বেগের জায়গাও রয়েছে। আমেরিকা ও ইংল্যান্ডে দেখা গিয়েছে, নতুন এই সাব ভ্যারিয়েন্ট টিকা নেওয়া ব্যক্তিকে সংক্রমিত করেছে। এমনকি আগে সংক্রমণ হওয়া কোনও ব্যক্তিকেও পুনরায় সংক্রমিত করতে সক্ষম হয়েছে এই সাব ভ্যারিয়েন্ট। ছবি: পিটিআই/ গেটি
7/9
ফলে এটা ভারতেও সেই ভাবে সংক্রমণ করছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। অ্য়াসেসিয়েট প্রেস সূত্রের খবর, মিনেসোটা রোসেস্টারের মায়ো ক্লিনিকের ক্লিনিক্যাল ভাইরোলজির ডিরেক্টর ম্যাথিউ বিনিকারের মতে, ভারতের সংক্রমণের গ্রাফ গুণোত্তর হারে বেড়েছে এই কদিনে। ২৯ মে যেখানে সারা দেশে নতুন সংক্রমণ ২৮২৮ ছিল, সেখানে ১৪ জুলাই ২০ হাজারেরও বেশি নতুন সংক্রমণের খোঁজ মিলেছে ভারতে। ঠিক কোন ভ্যারিয়েন্টে এমন সংক্রমণ তা বোঝা না গেলেও। নয়া ভ্যারিয়েন্টের হাত থাকার কথা ফেলতে পারছেন না বিজ্ঞানীরা। ছবি: পিটিআই/ গেটি
8/9
ভারতে টিকার আওতায় প্রায় সব সাবালক চলে এসেছেন। এখন বুস্টার ডোজ চলছে। নাবালকদের টিকাও চলছে। তার মধ্য়েই এমন সংক্রমণ ঘটনা সন্দেহ করা হচ্ছে টিকার বর্ম ভেদ করতে পারে এই সাব ভ্যারিয়েন্ট। পাশাপাশি মৃত্যুও অত্যন্ত কম হওয়ায় নতুন সাব ভ্যারিয়েন্ট এলেও তা সেরকম বিপজ্জনক নয় বলেই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। যদিও এই মুহূর্তে নিশ্চিত করে কিছুই বলা যায় না বলেই জানাচ্ছেন তাঁরা। ছবি: পিটিআই/ গেটি
9/9
ফলে নতুন কোভিড ঢেউ ঠেকাতে, টিকা নেওয়া এবং যথাসম্ভব কোভিড বিধি মেনে চলার উপরেই জোর দিচ্ছেন তাঁরা। ছবি: পিটিআই/ গেটি
Published at : 14 Jul 2022 02:32 PM (IST)