IND vs ZIM: নিয়মরক্ষার ম্য়াচে আজ কেমন হবে ভারতীয় একাদশ? অভিষেক হতে পারে এই তরুণের

IND vs ZIM ODI: প্রথম ২ ম্যাচে টানা জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ৮২ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। দ্বিতীয় ম্যাচে নায়ক হয়েছিলেন সঞ্জু স্যামসন।

প্রথম ম্যাচের ২ নায়ক

1/11
নিঃসন্দেহে ওপেনিংয়ে দেখা যাবে সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া কে এল রাহুলকে।
2/11
প্রথম ম্যাচে ৮১ ও দ্বিতীয় ম্যাচে ৩৩ রানের উপযোগী ইনিংস খেলে নিজের উপস্থিতির পরিচয় দিয়েছেন শিখর ধবন। রাহুলের সঙ্গে ওপেনে তাঁকেই দেখা যাবে।
3/11
প্রথম ম্যাচে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। তিন নম্বর পজিশনেই হয়ত দেখা যাবে শুভমন গিলকে।
4/11
ঈশান কিষাণের বদলে দেখা যেতে পারে রাহুল ত্রিপাঠীকে। প্রথমবার জাতীয় দলের জার্সিতে এই ম্যাচ অভিষেক হতে পারে ডানহাতি ব্যাটারকে।
5/11
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন। উইকেটের পেছনে স্যামসনকেই দেখা যাবে।
6/11
লোয়ার অর্ডারে হার্দিকের স্থানটি খুব সুন্দরভাবে পূরণ করছেন দীপক হুডা। তবে যদি ঈশান কিষাণকে খেলানো হয়, তবে হুডাকে বসিয়ে ত্রিপাঠীকে খেলানো হোক।
7/11
দুর্দান্ত ব্যাটের হাত। এছাড়াও বল হাতে ২ টো ওয়ান ডে ম্যাচে ৪ উইকেট ঝুলিতে পুরেছেন অক্ষর পটেল। তিনি থাকছেন স্পিন অলরাউন্ডার হিসেবে।
8/11
দ্বিতীয় ম্যাচে একটু বেশি রান খরচ করেছেন কুলদীপ যাদব। তবে শেষ ওয়ান ডে ম্যাচেও কুলদীপকেই হয়ত প্রথম একাদশে একমাত্র স্পিনার হিসেবে দেখা যাবে।
9/11
পেস বোলিং বিভাগে মুখ্য দায়িত্ব থাকবে মহম্মদ সিরাজের কাঁধে।
10/11
দ্বিতীয় পেসার হিসেবে দায়িত্ব সামলাবেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম ম্যাচে ৮ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন কৃষ্ণ।
11/11
দ্বিতীয় ওয়ানডেতে টিম ইন্ডিয়ার জয়ের অন্যতম কারণ শার্দুল। অলরাউন্ডার তার ৭ ওভারের স্পেলে ৩ উইকেট নেন এবং ৩৮ রান দেন।
Sponsored Links by Taboola