IND vs WI: ধবন, গিলের দুরন্ত ব্যাটিং, প্রথম ওয়ান ডে-তে জয় ভারতের
ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল। গতকাল প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ২ দল। (সব ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম ম্যাচে ৩ রানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান
দুরন্ত ব্যাটিং ২ ভারতীয় ওপেনার শিখর ধবন ও শুভমন গিলের। ২ জনে মিলে ওপেনিংয়ে ১১৯ রান পার্টনারশিপে যোগ করেন। ধবন ৯৭ ও গিল ৬৪ করেন।
মিডল অর্ডারে দলকে ভরসা জোগান শ্রেয়স আইয়ার। তিনি ৫৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ৩০৮ রান তুলে নেয় ভারতীয় দল।
বিরাট, রোহিত ছাড়াই এই ওয়ান ডে সিরিজে খেলতে নেমেছে ভারতীয় দল। শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনের মতো তরুণদের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণের।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে কেইল মার্শ ও শামারা ব্রুকস মিলে দলকে টেনে তোলেন।
তবে সিরাজ, চাহাল, শার্দুলদের বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত হার মানতেই হয় ক্যারিবিয়ানদের। ৩০৫ রান পর্যন্তই বোর্ডে তুলতে পারে তাঁরা।
মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও শার্দুল ঠাকুর প্রত্যেকেই ২ টো করে উইকেট পান। এই সিরিজে বুমরা, শামিদের বিশ্রাম দেওয়া হয়েছে।
তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতের নেতৃত্বে দিচ্ছেন শিখর ধবন। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচ জিতলে সিরিজও জিতে যাবে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সীমিত ওভারের ফর্ম্য়াটে বেশি করে ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। ওযান ডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে ২ দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -