Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
India's 2003 WC Squad: মনে আছে ২০০৩-এর সৌরভ ব্রিগেডকে? এখন কে কোথায়
২০০৩ বিশ্বকাপের কথা উঠলেই সচিন তেন্ডুলকরের নাম উঠবেই। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন সচিন। এই মুহূর্তে। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্য়কার হিসেবে দেখা গিয়েছে। এই মুহূর্তে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সচিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ।
রাহুল দ্রাবিড়ও এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' ক্রিকেট ছাড়ার পর দীর্ঘদিন এনসিএর প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। এরপর যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচের দায়িত্বও সামলেছেন। এই মুহূর্তে ভারতীয় সিনিয়র দলের হেডকোচ তিনি।
সৌরভের সেই ভারতীয় দলের মিডল অর্ডারের অংশ ছিলেন মহম্মদ কাইফ। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। মাঝে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন।
২০০৩ বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অজিত আগরকর। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ তিনি।
২০০৩ বিশ্বকাপে সঞ্জয় বাঙ্গার জাতীয় দলের মিডল অর্ডারের অংশ ছিলেন। বর্তমানে আরসিবির হেডকোচ তিনি।
২০০৩ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্য়াটার ছিলেন বীরন্দ্র সেহওয়াগ। ক্রিকেট ছাড়ার পর তিনিও ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলেছেন।
হরভজন সিংহ স্পিন বিভাগের অন্যতম তারকা ছিলেন। সেই বিশ্বকাপে ৯ ম্যাচে ১১ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আইপিএলে চেন্নাই, মুম্বই, কলকাতার জার্সিতে খেলেছেন। ধারাভাষ্যকার হিসেবেও দেখা গিয়েছে তাঁকে।
আশিস নেহরার কাছে ২০০৩ বিশ্বকাপ অন্য়তম স্মরণীয় একটি টুর্নামেন্ট। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ২৩ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে আইপিএলে গুজরাত টাইটান্সের কোচ হিসেবে কাজ করছেন।
সেই বিশ্বকাপে ২টো অর্ধশতরানের সাহায্যে ১০ ইনিংসে ২৪০ রান করেছেন যুবরাজ সিংহ। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই মুহূর্তে বিশ্রামেই রয়েছেন তিনি।
২০০৩ বিশ্বকাপে ৬ ইনিংসে ১২০ রান সংগ্রহ করেছিলেন দীনেশ মোঙ্গিয়া। ঝুলিতে ছিল ৫ উইকেটও। কিন্তু জাতীয় দলের হয়ে খেলা প্রাক্তন এই বাঁহাতি অলরাউন্ডার ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে নেমেছেন। সিনেমাতেও কাজ করেছেন মোঙ্গিতা।
২০০৩ বিশ্বকাপে ভারতীয় দলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিলেন পার্থিব পটেল। ১৭ বছর বয়সেই বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। যদিও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। রাজ্য দল গুজরাতকে রঞ্জি চ্যাম্পিয়ন করেছেন। এছাড়া আইপিএলেও খেলেছেন অনেকগুলো ফ্র্যাঞ্চাইজির হয়ে। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন পার্থিব।
সেই বিশ্বকাপই শেষ বিশ্বকাপ ছিল জাভাগাল শ্রীনাথের। ভারতের জার্সিতে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ছিলেন তিনি। ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি। পরবর্তীতে ম্যাচ রেফারি হিসেবে দেখা গিয়েছে শ্রীনাথকে
শ্রীনাথ পরবর্তী সময় ভারতীয় দলের তারকা পেসার ছিলেন জাহির খান। ২০০৩ বিশ্বকাপে ভারতের সর্বােচ্চ উইকেট শিকারি ছিলেন জাহির। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ তিনি।
২০০৩ বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও মাত্র ৩ ম্যাচ খেলেছিলেন অনিল কুম্বলে। ঝুলিতে পুরেছিলেন মাত্র ৫ উইকেট। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের হেডকোচ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -