Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Yashasvi Jaiswal : টপকালেন রোহিতকে, এই পরিসংখ্যানে এখন এক নম্বরে যশস্বী
শুরু থেকেই নজর কেড়েছেন বাঁহাতি এই ব্যাটার। যশস্বী জয়সওয়ালের শট বৈচিত্র দেখে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। ব্যাটিংয়ে তাঁর দাপট অব্যাহত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের যোগ্যতা বলেই টিম ইন্ডিয়ার অনিবার্য সদস্য হয়ে উঠেছেন বাঁ হাতি এই ব্যাটার।
তাঁর এই সাফল্যের রথ এতটাই দ্রুত চলেছে যে গত ১০ জুলাই তিনি রোহিত শর্মাকে বিশেষ এক মাইলফলকে টপকে গিয়েছেন।
চলতি বর্ষে টেস্ট, একদিনের ও টি২০ ম্যাচ মিলিয়ে সর্বাধিক আন্তর্জাতিক রান এখন তাঁর ব্যাটেই।
জিম্বাবোয়ের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজে নয়া এই সাফল্য আসে তাঁর ঝুলিতে। তৃতীয় টি২০-তে ৩৬ রান করেন জয়সওয়াল।
এই বছরে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৮৪৮ রান তুলেছেন তিনি।
জয়সওয়ালের পরেই এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ২৫ ম্যাচ খেলে তিনি করেছেন ৮৪৪ রান।
তাঁদের পরেই রয়েছেন রোহিত শর্মা। ১৭ ম্যাচে ৮৩৩ রান তুলেছেন হিটম্যান।
আজাদ ময়দানের তাঁবুতে রাত কাটানো, জল পেরিয়ে এক কিলোমিটার দূরের শৌচালয়ে যাওয়া, কোচ জ্বালা সিংহের নজরে এসে ক্রিকেট কেরিয়ারের অন্য খাতে বয়ে চলা, যশস্বীর উত্থান কাহিনি এখন লোকের মুখে মুখে ফিরছে।
ছেলের সাফল্যে গর্বিত যশস্বীর বাবা। একটা সময় ক্রিকেটের টানে বাড়ি ছেড়ে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন যশস্বী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -