1983 cricket World Cup: তিরাশির বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে ভারতের সেরা পারফরম্যান্সগুলো এক নজরে
বিশ্বকাপ জয় ভারতের। অধিনায়ক হিসেবে ট্রফি তুললেন কপিল দেব। ১৯৮৩ সালের ২৫ জুন। গোটা দেশের ক্রীড়াজগতে এক নতুন দিশা এনে দিয়েছিল এই জয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারত অধিনায়ক কপিল দেব ব্যাট-বলে দলকে ভরসা জুগিয়েছিলেন। গ্রুপ পর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ১৭৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন তিনি।
ভারতীয় দলের পেস বিভাগকে নেতৃত্ব দিয়েছিলেন অলরাউন্ডার রজার বিনি। তিনি গোটা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। মোট ১8 উইকেট নিয়েছিলেন তিনি।
ব্যাট হাতে খুব একটা স্মরণীয় বিশ্বকাপ যায়নি সুনীল গাওস্করের। কিন্তু গোটা টুর্নামেন্টে তাঁর অভিজ্ঞতা কাজে দিয়েছিল টপ অর্ডারকে জ্বলে উঠতে ব্যাট হাতে।
লোয়ার অর্ডারে প্রয়াত যশপাল শর্মার ব্যাটিং ভারতীয় দলের ভরসা ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিতে দুরন্ত ৬১ রানের ইনিংস খেলেছিলেন এই ডানহাতি।
মদনলালের মিডিয়াম পেস বোলিং ও লোয়ার অর্ডারে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার ক্ষমতা দলকে ভারসাম্য জুগিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে ৩ উইকেট তুলে নিয়েছিলেন।
মহিন্দর অমরনাথ একটি বড় নাম ভারতীয় ক্রিকেট দলের তিরাশির বিশ্বজয়ের পেছনে। সেমিফাইনাল ও ফাইনালে তিনিই ম্য়াচের সেরা হয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -