India World Cup Squad 2023: রোহিতের নেতৃত্বে বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা, দলে সূর্যকুমার, নেই চাহাল
তাঁর দিকেই নজর ছিল সবার। অবশেষে তিনি দলে ঢুকে পড়লেন। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দলে জায়গা করে নিলেন যশপ্রীত বুমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলে সুযোগ পেলেন বাঁহাতি ইশান কিষাণ। উইকেটকিপার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন রাঁচির এই তরুণ।
ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমন গিল। ওয়ান ডে ফর্ম্যাটে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে দীর্ঘদিন ধরে নামছেন।
শ্রেয়স আইয়ার রয়েছেন তালিকায়। চোট সারিয়ে এশিয়া কাপের স্কোয়াডে ফিরেছেন। বিশ্বকাপেও ভারতীয় ব্যাটিং অর্ডারে চার নম্বর পজিশনেও দেখা যাবে তাঁকে।
অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাডেজা।
একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব। দলে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল।
অক্ষর পটেল দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন। তিনি বাঁহাতি স্পিনার অলরাউন্ডার।
পেস বিভাগকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। এশিয়া কাপ এখনও নামেননি। কিন্তু অভিজ্ঞতার ঝুলি নিয়ে বিশ্বকাপে নামবেন শামি।
পেসার অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। ১৫ সদস্যের দলে রয়েছেন মুম্বইয়ের এই পেসার।
পেসারদের তালিকায় তৃতীয় নাম মহম্মদ সিরাজের। ধীরে ধীরে নিজেকে জাতীয় দলের অপরিহার্য অঙ্গ করে তুলেছেন এই হায়দরাবাদি।
এই একটি নাম নিয়ে হয়ত বিস্তর আলোচনা হয়েছিল। টি-টোয়েন্টিতে বিশ্বের ব্যাটারদের তালিকায় শীর্ষে থাকলেও সূর্যকুমার যাদবের ওয়ান ডে রেকর্ড একদমই ভাল নয়। তবুও তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা।
অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হার্দিক পাণ্ড্য়। রোহিতের ডেপুটি হিসেবেও দেখা যাবে হার্দিককে বিশ্বকাপে।
বিরাট কোহলি তো থাকছেনই। এটাই হয়ত শেষ বিশ্বকাপ কিং কোহলির। তিনে ব্যাটিং করুন বা চারে, নিজের সেরাটা দিতে মরিয়া থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -