IND vs WI: গিলের ৯৮*, ক্য়ারিবিয়ানদের ক্লিন সুইপ, ওয়ান ডে সিরিজ ভারতের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুর্দান্ত জয় ভারতের। তিন ম্যাচের সিরিজে ৩-০ ক্লিন সুইপ করল ধবন বাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকই বছরে কোনও প্রতিপক্ষকে ওয়ান ডে সিরিজে দেশে ও দেশের বাইরে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল ভারতের সামনে। আর তা কাজেও লাগাল টিম ইন্ডিয়া।
মহম্মদ সিরাজ তৃতীয় ওয়ান ডে ম্যাচে তিন ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। চাহাল ৪ উইকেট নেন।
অল্পের জন্য শতরান করতে পারলেন না শুভমন গিল। ৯৮ রানে অপরাজিত থাকলেও তাল কাটল বৃষ্টি। যার জন্য খেলা মাঝপথেই বন্ধ করে দিতে হয়। ম্যাচ শুরু হলেও ভারতের ব্যাটিং আর সম্ভব হয়নি।
বৃষ্টিবিঘ্নিত শেষ ওয়ান ডে ম্যাচে শিখর ধবনের অধিনায়কত্বে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১৯ রানে ম্যাচ জিতল ভারত।
প্রথম ম্যাচে ৯৭ রান করেছিলেন। তৃতীয় ওয়ান ডে ম্যাচেও ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন ধবন।
ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে এর আগে কোনও ভারতীয় দল তিন বা ততোধিক ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়নি। এবারই প্রথম তা হল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ধবন। ৩৬ ওভারে ২২৫/৩ এই পরিস্থিতিতে বৃষ্টিতে খেলা স্থগিত হয়ে যায়। এরপর ২৬ ওভারে
আগামীকাল থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের আসন্ন এই সিরিজে রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -