Women WC 2023 Semi-Final: হল না শেষরক্ষা, হাড্ডাহাড্ডি লড়েও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের
সামনে প্রবল পরাক্রমী অস্ট্রেলিয়া। যারা টি-টোয়েন্টি (WT20 WC) বিশ্বচ্যাম্পিয়ন। শেষ ২১টি টি-টোয়েন্টি ম্যাচে একবারই হেরেছে। আর সেটাও সুপার ওভারে। ভারতের কাছে (India vs Australia)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের লড়াইটা তাই সহজ ছিল না। হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরু থেকে চাপে থাকার কথা ছিল।
টিম ইন্ডিয়ার সেই চাপ বাড়িয়ে দেন বেথ মুনি ও মেগ ল্যানিং। দুই অজি তারকার ঝোড়ো ব্যাটিং ভারতীয় বোলিংকে ছারখার করে দিয়েছিল। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৭২/৪।
তবু পাল্টা লড়াই করে ভারত। ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র ২৮ রানে ৩ উইকেট চলে যায়।
সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন জেমাইমা রড্রিগেজ ও হরমনপ্রীত কৌর। ২৪ বলে ৪৩ রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন জেমাইমা।
তবে হাল ছাড়েননি হরমনপ্রীত। ৩২ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন হরমনপ্রীত।
তবে ৩২ বলে যখন ৪০ রান বাকি, তখন রান আউট হয়ে যান হরমনপ্রীত। তারপরই ফিরে যান রিচা ঘোষও (১৭ বলে ১৪ রান)।
শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৭/৮ স্কোরে আটকে গেল ভারত। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গ ভারতের।
হরমনপ্রীতের রান আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে, হরমনপ্রীত আরও কয়েকটি বল খেলতে পারলে ম্যাচ ছিল ভারতের হাতের মুঠোয়।
তবে জ্বর গায়েও হরমনপ্রীতের লড়াইয়ের প্রশংসা করছেন সকলে। ভারতের লড়াইয়েরও কদর করছে ক্রিকেটবিশ্ব। - আইসিসি, বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -