Ind vs Eng, 2021: চতুর্থ টেস্টে ফের ঘূর্ণির ফাঁদে রুট ব্রিগেড, বিধ্বংসী অক্ষর
চতুর্থ টেস্টে ফের ঘূর্ণির ফাঁদে রুট বাহিনী। ভারতের স্পিনারদের দাপটে ইংল্যান্ড গুঁড়িয়ে গেল ২০৫ রানে। চার উইকেট অক্ষরের, তিনটি অশ্বিনের। দিনের শেষে ২৪ রানে ১ উইকেট হারিয়েছে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবমিলিয়ে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে দাপট ভারতীয় স্পিনারদের। ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যানই সেভাবে রুখে দাঁড়াতে পারলেন না। যদিও ভারতও ইনিংসের প্রথমেই ধাক্কা খেয়েছে। আউট হয়েছেন ওপেনার শুভমান গিল। আর ইনিংসের শুরুটাও মন্থর হয়েছে ভারতের।
এর আগে সিরিজে আরও একবার দুরন্ত বোলিং অক্ষর পটেলের। ৬৮ রান দিয়ে তুলে নিলেন চার উইকেট।
প্রথম দিনের শেষে চেতেশ্বর পূজারা ৩৬ বলে ১৫ রান ও রোহিত শর্মা ৩৪ বলে ৮ রান করে অপরাজিত রয়েছেন। দুজনের ব্যাট থেকেই এসেছে একটি করে বাউন্ডারি।
ভারতের যে উইকেট পড়েছে, তা নিয়েছেন ইংল্যান্ডের জেমস আন্ডারসন। তিনি পরপর পাঁচটি মেডেন ওভার করেছেন। যদিও এখনও পর্যন্ত সেভাবে প্রথম ফেলতে পারেননি ইংল্যান্ডের স্পিন আক্রমণের প্রধান অস্ত্র জ্যাক লিচ। তিনি চার ওভারে ১৬ রান দিয়েছেন।
টসে জিতে মোতেরার পিচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিন্তু শুরুটা আদৌ ভালো হয়নি। প্রথম থেকেই বিধ্বংসী হয়ে ওঠেন অক্ষর।
শুরুর সেই ধাক্কা আর সামলাতে পারেনি ইংল্যান্ড। প্রথম দিনেই অলআউট হয়ে যায় তারা।
ইংল্যান্ডের পক্ষে বেন স্টোকসই ব্যাট হাতে কিছুটা সফল। ১২১ বল খেলে ছয়টি চার ও দুটি ওভারবাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন তিনি। এছাড়াও ড্যানিয়েল লরেন্স ৪৬, ওলি পোপ ২৯, জনি বেয়ারস্টো ২৮ রান করেন। আন্ডারসন ১০ রানে অপরাজিত থেকে যান।
ভারতের হয়ে অক্ষর ছাড়াও অশ্বিন ৪৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ ৪৫ রানে দুটি, ওয়াশিংটন সুন্দর ১৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। ইশান্ত শর্মা ২৩ রান দিয়েছেন। কিন্তু কোনও উইকেট পাননি।
ভারত চার ম্যাচের চলতি সিরিজে ২-১ এগিয়ে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা কার্যত নিশ্চিত। এ জন্য এই ম্যাচ ড্র করলেই চলবে। অন্যদিকে, যদি ইংল্যান্ড এই ম্যাচ জিতে সিরিজ ২-২ করতে পারে তাহলে ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।
প্রথম দিনে দুইপক্ষের ব্যাটে-বলে লড়াই তো বটেই, বাকযুদ্ধের ঘটনাও দেখা গিয়েছে। বিরাট কোহলির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন স্টোকস।
ঘটনার সূত্রপাত ইংল্যান্ডের ইনিংসের ১৩-তম ওভারে। এই ওভারের শেষ বলে বাউন্সার দেন মহম্মদ সিরাজ। এরপর তাঁর উদ্দেশে কিছু বলেন স্টোকস। এগিয়ে যান বিরাট। তিনি স্টোকসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়ে যায়। দুই আম্পায়ার নীতিন মেনন ও বীরেন্দ্র শর্মা হস্তক্ষেপ করেন। তাঁরা বিরাট ও স্টোকসকে আলাদা করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারপরেও বিরাট ও স্টোকসের কথা কাটাকাটি চলতে থাকে।এরপর সিরাজের সঙ্গেও কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন স্টোকস।
১৫-তম ওভারে সিরাজের বলে তিনি স্লিপ অঞ্চল দিয়ে বাউন্ডারি মারেন। তাঁর উদ্দেশে কিছু বলেন সিরাজ।
দিনের শেষে সিরাজ বলেছেন, স্টোকস তাঁকে গালি দিয়েছিলেন। সিরাজ জানান, আমি বাউন্সার দিলে স্টোকস এগিয়ে এসে গালি দেন। আমি সে কথা বিরাটকে বলি। এরপর বিরাট স্টোকসের কাছে আসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -