Ind vs Eng 2021 News:'শুধু অধিনায়ক করা হলে পারফর্ম করবেন!', চিপকে হতশ্রী ব্যাটিংয়ের পর ট্যুইটারে কটাক্ষের মুখে রাহানে

রাহানে

1/9
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে নিরাশ করলেন ভারতের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। হোম কন্ডিশনে রাহানেকে বেশ আলাদা মনে হয়েছে। তাঁকে একেবারেই আত্মবিশ্বাসী মনে হয়নি এবং ডিফেন্সের দিকেই ছিল তাঁর নজর। মেলবোর্নে শতরানের পর তাঁর ব্যাট থেকে আর বড় রান আসেনি। বাকি ইনিংসগুলিতে অল্প রানেই আউট হয়েছেন তিনি।
2/9
আর ভারতীয় সমর্থকদের একাংশ তো কোনও ম্যাচে ব্যর্থ হলে কোনও ক্রিকেটারকে নায়কের আসন থেকে নামিয়ে আনতে দেরি করেন না। রাহানের ক্ষেত্রেও তাই হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বিরাট কোহলি দেশে ফিরে আসায় বাকি তিনটি টেস্টের নেতৃত্ব করেছিলেন তিনি । সিরিজের প্রথম টেস্ট হারার পর দুরন্তভাবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছিল রাহানের ভারত। বাকিটা ইতিহাস। অস্ট্রেলিয়াকে ২-১ সিরিজ হারিয়ে ভারতের সিরিজ জয়ের পর ভারতীয় সমর্থকদের কাছে নায়ক হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পর দলে রাহানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেরি করেননি সমর্থকদের একাংশ।
3/9
এক সমর্থকের ট্যুইট- রাহানে কখন ফর্মে থাকেন, আর কখন থাকেন না, তা আমার বোধগম্য হয় না। একটা ইনিংসে সেঞ্চুরির পর পরের কয়েকটা ম্যাচে রান পান না...তাঁকে ধারাবাহিক হতে হবে.. তিনি তো সহ অধিনায়ক ও গাব্বায় ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের অধিনায়ক।
4/9
অস্ট্রেলিয়ায় সাফল্যের পর কোনও কোনও মহলে রাহানেকে কোহলির পরিবর্তে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার দাবিতে একটা আলোচনা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে টেনেই আর একজনের ট্যুইট- কোন সব প্রতিভাবানরা ভেবেছিলেন যে কোহলির হাত থেকে পূর্ণ সময়ের জন্য রাহানের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত?
5/9
আর এক সমর্থকের ট্যুইট- জেমস আন্ডারসনের বিরুদ্ধে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন রাহানে চারবার, বীরেন্দ্র সহবাগ তিনবার, মুরলী বিজয় তিনবার
6/9
আর একজন ট্যুইট করে বলেছেন, ঘরের মাঠে শেষ ৩০ ইনিংসে রাহানের গড় ৩২। অন্যদিকে, জাডেজা, কেএল রাহুলের গড় যথাক্রমে ৪৫ ও ৪৬।
7/9
আর একজনের ট্যুইট- আজিঙ্কা রাহানের ২০১৬ থেকে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান। টেস্ট ২৭। ইনিংস ৪৯। রান ১৩৬৮। গড় ২৯.৭৩। শতরান ২, হাফসেঞ্চুরি ৬। গত পাঁচ বছরে প্রথমসারির দলগুলির বিরুদ্ধে ২৯ গড় থাকার পরও কেউ কেউ তাঁকে অধিনায়ক হিসেবে চান।
8/9
ঘরের মাঠে রাহানের চার সেঞ্চুরিই এসেছে ডেড রাবারে। ঘরের মাঠে ডেড রাবারে ৭ ইনিংসে ১১২.২ গড়ে ৫৬১ রান করেছেন রাহানে। চারটি শতরান।
9/9
উল্লেখ্য, চিপকে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ০-১ পিছিয়ে পড়েছে ভারত।
Sponsored Links by Taboola