Ind vs Eng in Pics: সিরিজে এগিয়ে যেতে মাঠ নেমে পড়ল বিরাট বাহিনী, চলল চড়া মেজাজের অনুশীলন

India4

1/10
চেন্নাইয়ে প্রথম ইনিংসের ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন দ্বিতীয় ইনিংসে। আমেদাবাদে সিরিজে তৃতীয় টেস্টের জন্য তৈরি হচ্ছেন বিরাট কোহলি।
2/10
চিপকের দ্বিতীয় টেস্টে ছিলেন না, গোলাপী বলের টেস্টের আগে তাই বাড়তি অনুশীলনে মগ্ন জসপ্রীত বুমরাহ।
3/10
চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের ভিতটা তৈরি হয়েছিল রোহিত শর্মার দুরন্ত শতরানে ভর করেই। দুরন্ত ছন্দের রেশ ধরে রাখতে বাড়তি কসরত হিটম্যানের।
4/10
বুধবার থেকে আমেদাবাদের মোতেরায় শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচটি দিন-রাতের।
5/10
তৈরি হচ্ছে স্পিন-ব্রিগেড। চিপকে স্পিন-জালে ব্রিটিশদের বধ করলেও মোতেরায় অবশ্য বল ঘোরার সম্ভাবনা কম।
6/10
কথায় আছে ক্যাচেস উইন ইউ ম্যাচেস। ম্যাচে ক্যাচ যাতে না ফসকায় সেই লক্ষ্যে চলল ক্যাচিং প্র্যাক্টিসও।
7/10
ক্রমশ উইকেটের পিছনে ভরসা দিচ্ছেন তিনি সঙ্গে ব্যাট হাতেও একাধিক ঝোড়ো ইনিংস উপহার দিচ্ছেন ঋষভ পন্থ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পরখ করে নিচ্ছেন নিজের অস্ত্র।
8/10
অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দিন-রাতের টেস্টে লজ্জাজনক ৩৬ রানে অলআউট হতে হয়েছিল ভারতকে। তাই এবারের ম্যাচের আগে বাড়তি সতর্ক টিম ইন্ডিয়া।
9/10
চড়া রোদ, গরমও বেশ। তাও ক্যাপ্টেন কোহলির চড়া মেজাজে অনুশীলনে খামতি নেই। দীর্ঘক্ষণ ধরে নেটে ব্যাটিং অনুশীলন সারলেন বিরাট।
10/10
ক্যাচিং অনুশীলনের মাঝেই চলল টিম বন্ডিং সেশনও। সবমিলিয়ে জয়ের মোমেন্টাম ধরে রাখতে ভারতীয় দল যে মরিয়া, সেটা বারবার ধরা পড়ল অনুশীলনে। ছবি সৌজন্য- PTI ও BCCI।
Sponsored Links by Taboola