Ind vs Eng in Pics: সিরিজে এগিয়ে যেতে মাঠ নেমে পড়ল বিরাট বাহিনী, চলল চড়া মেজাজের অনুশীলন
India4
1/10
চেন্নাইয়ে প্রথম ইনিংসের ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন দ্বিতীয় ইনিংসে। আমেদাবাদে সিরিজে তৃতীয় টেস্টের জন্য তৈরি হচ্ছেন বিরাট কোহলি।
2/10
চিপকের দ্বিতীয় টেস্টে ছিলেন না, গোলাপী বলের টেস্টের আগে তাই বাড়তি অনুশীলনে মগ্ন জসপ্রীত বুমরাহ।
3/10
চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের ভিতটা তৈরি হয়েছিল রোহিত শর্মার দুরন্ত শতরানে ভর করেই। দুরন্ত ছন্দের রেশ ধরে রাখতে বাড়তি কসরত হিটম্যানের।
4/10
বুধবার থেকে আমেদাবাদের মোতেরায় শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচটি দিন-রাতের।
5/10
তৈরি হচ্ছে স্পিন-ব্রিগেড। চিপকে স্পিন-জালে ব্রিটিশদের বধ করলেও মোতেরায় অবশ্য বল ঘোরার সম্ভাবনা কম।
6/10
কথায় আছে ক্যাচেস উইন ইউ ম্যাচেস। ম্যাচে ক্যাচ যাতে না ফসকায় সেই লক্ষ্যে চলল ক্যাচিং প্র্যাক্টিসও।
7/10
ক্রমশ উইকেটের পিছনে ভরসা দিচ্ছেন তিনি সঙ্গে ব্যাট হাতেও একাধিক ঝোড়ো ইনিংস উপহার দিচ্ছেন ঋষভ পন্থ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পরখ করে নিচ্ছেন নিজের অস্ত্র।
8/10
অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দিন-রাতের টেস্টে লজ্জাজনক ৩৬ রানে অলআউট হতে হয়েছিল ভারতকে। তাই এবারের ম্যাচের আগে বাড়তি সতর্ক টিম ইন্ডিয়া।
9/10
চড়া রোদ, গরমও বেশ। তাও ক্যাপ্টেন কোহলির চড়া মেজাজে অনুশীলনে খামতি নেই। দীর্ঘক্ষণ ধরে নেটে ব্যাটিং অনুশীলন সারলেন বিরাট।
10/10
ক্যাচিং অনুশীলনের মাঝেই চলল টিম বন্ডিং সেশনও। সবমিলিয়ে জয়ের মোমেন্টাম ধরে রাখতে ভারতীয় দল যে মরিয়া, সেটা বারবার ধরা পড়ল অনুশীলনে। ছবি সৌজন্য- PTI ও BCCI।
Published at :
Tags :
Ind Vs Eng 2021 India Vs England 2021 Photos India Vs England Motera Test India Vs England 2021 Test Series India Vs England Upcoming Match England Tour Of India Photos India Vs England 2021 Pics Motera Test Pics Indian Cricket Team Practise Photos India Vs England Test Match Pics Indian Cricketer Practising Pics