T20 World Cup: বাটলারদের বিরুদ্ধে আগামীকাল কেমন হতে পারে ভারতীয় একাদশ?
T20 World Cup, IND vs ENG: টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে থাকা সূর্যকুমার যাদব রয়েছেন তালিকায়। তিনি চার নম্বর পজিশনে নামবেন।
কাল ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হবে ভারতীয় একাদশ?
1/11
টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে আজ নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল্যান্ড। ভারতের একাদশ কেমন হতে পারে, দেখে নেওয়া যাক। ওপেনে নামবেন রোহিত শর্মা।
2/11
খুব স্বাভাবিকভাবেই ওপেনে রোহিতের সঙ্গী হতে চলেছেন কে এল রাহুল।
3/11
তিন নম্বর পজিশনে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক বিরাট।
4/11
টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে থাকা সূর্যকুমার যাদব রয়েছেন তালিকায়। তিনি চার নম্বর পজিশনে নামবেন।
5/11
একমাত্র পেসার অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন হার্দিক পাণ্ড্য। একাদশে তাঁর জায়গাও নিশ্চিত।
6/11
আগের ম্যাচে ঋষভ পন্থ খেলেছিলেন। কিন্তু জিম্বাবোয়ের মত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও মাত্র ৩ রানেই প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। তাই ফের কার্তিককেই একাদশে দেখা যেতে পারে।
7/11
স্পিনার অলরাউন্ডার হিসেবে অক্ষর পটেল রয়েছেন। তিনিও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন একাদশে।
8/11
স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন খেলবেন। গোটা টুর্নামেন্টেই তিনি খেলেছেন।
9/11
পেসার হিসেবে থাকছেন মহম্মদ শামি। বুমরার পরিবর্ত হিসেবে দলে ঢুকেছিলেন শামি। নিজের জাত চিনিয়েছেন তিনি।
10/11
ভুবনেশ্বর কুমার অভিজ্ঞ পেসার হিসেবে দলে থাকছেন। তিনিও প্রতি ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করেছেন। শুরুর দিকে বোলিং আক্রমণে ভুবির উপস্থিতি চাপ বাড়িয়েছে প্রতিপক্ষের।
11/11
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় পেসারদের মধ্য়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন অর্শদীপ সিংহও। এই মুহূর্তে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটও তাঁর ঝুলিতে চলতি টুর্নামেন্টে।
Published at : 09 Nov 2022 11:27 PM (IST)