IND vs PAK: কাজে এল না বিরাটের দুরন্ত অর্ধশতরান, রিজওয়ানের ব্যাটে ভর করে জয় পাকিস্তানের
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতের। ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল বাবর আজমের দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদল হারলেও ব্যাট হাতে সফল বিরাট কোহলি। আরও একবার দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি।
৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন বিরাট। যদিও শেষ ওভারে রান আউট হতে হয় তাঁকে।
ভারতীয় দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান বোর্ডে তুলে নিয়েছিল। রোহিত ও রাহুল ব্যক্তিগত ২৮ রান করেন।
রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভাল হয়নি। রবি বিষ্ণোইয়ের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান অধিনায়ক বাবর আজম।
তবে পাকিস্তানের আরেক ওপেনার উইকেট কিপার ব্য়াটার মহম্মদ রিজওয়ান আরও একবার পথের কাঁটা হয়ে দাঁড়ান ভারতের সামনে। তিনি ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন।
রিজওয়ানকে যোগ্য সঙ্গ দেন মহম্মদ নওয়াজ। মিডল অর্ডারে ব্যাট করতে এসে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। মাত্র ২০ বলে ৪২ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। বল হাতেও ১ উইকেট নেন তিনি।
রিজওয়ানকে আউট করে ভারতকে আশার আলো দেখিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
শেষ পর্যন্ত লোয়ার অর্ডারে আসিফ আলি জীবনদান পেয়ে সেই সুযোগ কাজে লাগান। ৮ বলে ১৬ রানের ইনিংস খেলে ম্যাচে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।
এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। গতকাল সুপার ফোরের ম্য়াচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল বাবর আজমের দল।
মাঠে যখন লড়াই চলছে, তখন মাঠের বাইরে গ্যালারিতে বন্ধুত্বের পরিবেশ। ২ দলের সমর্থকরাই তাঁদের জাতীয় পতাকা হাতে ছবি তুললেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -