IND vs SA:পঞ্চমবার একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ টিম ইন্ডিয়া, এর আগে হার কোন কোন দলের বিরুদ্ধে
কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৪ রানে হারিয়ে দিয়েছে। এরফলে তিন ম্যাচের এই সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৮৭ রান করে। এর জবাবে ভারত ৪৯.২ ওভারে ২৮৩ রানে অলআউট হয়ে যায়।
গতকালের এই ম্যাচে শিখর ধবন ৭৩ বলে ৬২ রান করেন। বিরাট কোহলি ৮৪ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। ঋষভ পন্থ কোনও রান না করেই ফেরেন।
১৯৮৩-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারত নাস্তানাবুদ হয়েছিল। এরফলে প্রথমবার একদিনের সিরিজে সব কটি ম্যাচ হেরে গিয়েছিল। সিরিজের পাঁচ ম্যাচেই জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ভারত দ্বিতীয়বার প্রায় ছয় বছর পর হোয়াইট ওয়াশ হয়েছিল। সেবারও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছিল ভারত।
এর প্রায় ৮ বছর পর ১৯৯৭-এ ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের তিনটি ম্যাচেই হেরে গিয়েছিল।
২০২০ সালে নিউজিল্যান্ডের কাছে ভারত তিন ম্যাচের সিরিজে সবকটিতেই হেরে গিয়েছিল। চতুর্থবার ভারত হোয়াইট ওয়াশের মুখে পড়েছিল।
এরপর পঞ্চমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সবকটি ম্যাচে হারতে হল ভারতকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -