T20 World Cup Final 2024: ঝলসে উঠল বিরাটের ব্যাট, বুমরাহ-হার্দিক-অর্শদীপের আগুনে বোলিং; দলগত চেষ্টায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু, ব্যাট করতে নেমে গোড়াতেই বেশ চাপের মুখে পড়ে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকসময় ৩৪ রানে ৩ উইকেট পড়ে যায় ভারতের। একে একে ফিরে যান রোহিত শর্মা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবরা। কোনও জুটিই তৈরি হচ্ছিল না। তবে, একদিক ধরে রেখেছিলেন বিরাট কোহলি।
এদিন দলের প্রয়োজনের সময় জ্বলে উঠলেন কোহলি। অক্ষর পটেলকে নিয়ে অসাধারণ একটা পার্টনারশিপ তৈরি করেন। একটি ৪ ও ৪টি ছক্কার সহযোগে ৩১ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন বাঁহাতি অলরাউন্ডার পটেল। ৭২ রানের সেই জুটি ভারতীয় ইনিংসের ভীত গড়ে দেয়।
এরপর আরও একটা ছোট জুটি তৈরি হয়। এবার শিবম দুবেকে সঙ্গে নেন কোহলি। ৫৭ রান তোলে এই জুটিটি। একটি ছক্কা ও ৩টি ৪ সহযোগে ১৬ বলে ২৭ রান করেন দুবে।
আর সামগ্রিক এই দলগত প্রয়াসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে ভারত। এর মধ্যে শুধু ৭৬ রান বিরাটেরই।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। সেই সময় ভারতের জয় নিয়ে আশায় বুক বাঁধছে ভক্তরা।
কিন্তু, দক্ষিণ আফ্রিকার হয়ে হাল ধরেন কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবস। ৫৮ রানের জুটি গড়ে ওঠে। কক করেন ৩১ বলে ৩৯ রান ও স্টাবস ২১ বলে ৩১ রান।
এরপর ক্রিজে নেমে ভারতের হাড়হিম করে দেন হেনরিক ক্লাসেন। মাত্র ২৭ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সেই সময় প্রোটিয়াদের ধাক্কাটা দেন হার্দিক পাণ্ড্য। ক্লাসেনকে আউট করেন তিনি।
এরপর বুমরা মার্কো জেনসনকে আউট করে দেন। তাতে আরও চাপে পড়েন প্রোটিয়ারা। ১৯ তম ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। যাতে মাত্র ৪ রান দেন ভারতীয় এই পেসার।
শেষ ওভারে হার্দিকের জন্য মঞ্চটা তৈরি হয়ে যায়। প্রথম বলেই ভয়ানক ডেভিড মিলারের উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। অসাধারণ ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। শেষমেশ ৭ রানে ম্যাচ জিতে নেয় ভারত। আর এই দলগত প্রচেষ্টার ফসল টি২০ বিশ্বকাপ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -