Reliance Jio New 5G Plans: জিওর জন্য আপনি যে প্ল্যান ব্যবহার করতেন, এখন কত বেশি খরচ করতে হবে ?
ছবি সৌজন্যে- Pexels। জিওর একমাসের রিচার্জ প্ল্যানগুলির মধ্যে সবচেয়ে কম খরচ ছিল ১৫৫ টাকার প্ল্যানে। এই প্ল্যানে ২৮ দিনের জন্য মোট ২ জিবি ডেটা পাওয়া যায় বর্তমানে। ৩ জুলাই থেকে পরিষেবা একই থাকছে। কিন্তু রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১৮৯ টাকা। অর্থাৎ এই প্ল্যান বেড়ে ৩৪ টাকা। ২০৯ টাকায় বর্তমানে আপনি ২৮ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা পান। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৪৯ টাকা। অর্থাৎ খরচ বাড়তে চলেছে ৪০ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্যে- Pexels। ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়, ২৮ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৯৯ টাকা। অর্থাৎ রিচার্জের খরচ বাড়তে চলেছে ৬০ টাকা। এখন ২৯৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা পান আপনি। প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানের ৩ জুলাই থেকে দাম হতে চলেছে ৩৪৯ টাকা। অর্থাৎ খরচ বাড়তে চলেছে ৫০ টাকা।
ছবি সৌজন্যে- Pexels। ৩৪৯ টাকায় এখন ২.৫ জিবি ডেটা পাওয়া যায়। প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৩৯৯ টাকা। এই প্ল্যানের ক্ষেত্রে খরচ বাড়ছে ৫০ টাকা। ৩৯৯ টাকায় দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যায় বর্তমানে, মোট ২৮ দিনের জন্য। এই রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে হতে চলেছে ৪৪৯ টাকা। অর্থাৎ খরচ বাড়বে ৫০ টাকা।
ছবি সৌজন্যে- Pexels। বর্তমানে গ্রাহকরা ৪৭৯ টাকার বিনিময়ে ৫৬ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পান। এই প্ল্যানের খরচ বেড়ে হতে চলেছে ৫৭৯ টাকা। এই রিচার্জ প্ল্যান পেতে হলে ৩ জুলাই থেকে ১০০ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের। অন্যদিকে এখন ৫৩৩ টাকায় ৫৬ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা পান গ্রাহকরা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৬২৯ টাকা। অর্থাৎ খরচ বাড়তে চলেছে ৯৬ টাকা।
ছবি সৌজন্যে- Pexels। ৩৯৫ টাকায় ৮৪ দিনের জন্য গ্রাহকরা এখন পান ৬ জিবি ডেটা। ৩ জুলাই থেকে এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৪৭৯ টাকা। অর্থাৎ খরচ বাড়তে চলেছে ৮৪ টাকা। এর পাশাপাশি ৬৬৬ টাকায় প্রতিদিন ১.৫ জিবি করে ৮৪ দিনের জন্য ডেটা পান ইউজাররা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৭৯৯ টাকা। খরচ বাড়ছে ১৩৩ টাকা।
ছবি সৌজন্যে- Pexels। বর্তমানে ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পান গ্রাহকরা, মোট ৮৪ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৮৫৯ টাকা। এই প্ল্যানে খরচ বাড়তে চলেছে ১৪০ টাকা। এছাড়াও ৯৯৯ টাকায় ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা পান ইউজাররা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১১৯৯ টাকা। অর্থাৎ খরচ বাড়ছে ২০০ টাকা।
ছবি সৌজন্যে- Pexels। এখন ১৫৫৯ টাকায় ২৪ জিবি ডেটা পাওয়া যায় ৩৩৬ দিনের জন্য। ৩ জুলাই থেকে এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১৮৯৯ টাকা। জিও-র এই অ্যানিয়াল রিচার্জ প্ল্যানের খরচ বাড়তে চলেছে ৩৪০ টাকা।
ছবি সৌজন্যে- Pexels। ২৯৯৯ টাকায় এতদিন গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পেতেন, মোট ৩৬৫ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৩৫৯৯ টাকা। এই প্ল্যানের খরচ বাড়তে চলেছে ৬০০ টাকা।
ছবি সৌজন্যে- Pexels। ফোনের ডেটা আচমকা শেষ হয়ে গেলে মানে প্রতিদিনের লিমিট শেষ হলে গ্রাহকদের জন্য রয়েছেজিও-র ডেটা অ্যাড অন প্ল্যান। সেইসব রিচার্জ প্ল্যানের খরচও বাড়তে চলেছে আগামী ৩ জুলাই থেকে। এখন ১৫ টাকায় পাওয়া যায় ১ জিবি ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১৯ টাকা। ২৫ টাকায় পাওয়া যায় ২ জিবি ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ২৯ টাকা। ৬১ টাকায় পাওয়া যায় ৬ জিবি ডেটা। এর নতুন খরচ হচ্ছে ৬৯ টাকা।
ছবি সৌজন্যে- Pexels। শুধু প্রিপেড নয় পোস্ট-পেড রিচার্জ প্ল্যানের ট্যারিফও বাড়িয়েছে জিও। এখন ২৯৯ টাকায় পাওয়া যায় ৩০ জিবি ডেটা। এই প্ল্যানের নতুন খরচ হতে চলেছে ৩৪৯ টাকা। অর্থাৎ এই প্ল্যানের খরচ বাড়ছে ৫০ টাকা। অন্যদিকে বর্তমানে ৩৯৯ টাকায় পাওয়া যায় ৭৫ জিবি ডেটা। এর খরচ বেড়ে হচ্ছে ৪৪৯ টাকা। এই প্ল্যানের খরচও ৫০ টাকা বাড়তে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -