IND vs SA: অর্ধশতরান ঈশান-রুতুরাজের, প্রোটিয়াদের হারিয়ে এখনও সিরিজে টিকে টিম ইন্ডিয়া
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। মরণ-বাঁচন ম্যাচে জ্বলে উঠল টিম পন্থ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাট হাতে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড।
৩৫ বলে ৫৭ রান করে ফেরেন রুতুরাজ। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও দুটি ছক্কা। আগের ২ ম্যাচে রান না পেলেও এদিন রান পেলেন তিনি।
৩৫ বলে ৫৪ করেন ঈশান। ৫টি চার ও দুটি ছক্কা মারেন তিনি। শেষ দিকে হার্দিক পাণ্ড্য ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার দুর্বল বোলিংয়ের সুযোগ নিয়ে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৭৯/৫।
এদিন বল হাতে জ্বলে ওঠেন যুজবেন্দ্র চাহাল। ২০ রানে ৩ উইকেট তুলে নেন তিনি।
চাহালকে যোগ্য সঙ্গ দেন তরুণ পেসার হর্ষল পটেলও। আরসিবির হয়ে আইপিএলে খেলা এই বোলারের ঝুলিতে এদিন ছিল ৪ উইকেট।
ভারতের রান তাড়া করতে নেমে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। সিরিজে এখনও জয়ের সুযোগ রয়েছে পন্থের দলের সামনে। বাকি ২ ম্যাচ জিততেই হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -