Indian Cricket Team: এক দশক আগে আজকের দিনেই শেষ আইসিসি ট্রফি এসেছিল ধোনির নেতৃত্বে
বার্মিংহামের সেই রাত এখনও সকলের মনে উজ্জ্বল হয়ে রয়েছে। ২০১৩ সালের ২৩ জুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনাল। মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (Ind vs Eng)। কিন্তু শুরুতেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।
যার জন্য ওয়ান ডে ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে দিতে হয়। ম্যাচটি কার্যত টি-টোয়েন্টিই হয়ে দাঁড়ায়। প্রত্যেক দল যেখানে ২০ ওভার করে খেলার সুযোগ পায়।
রুদ্ধশ্বাস সেই ম্যাচে অ্যালেস্টেয়ার কুকের ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির টিম ইন্ডিয়া।
সেই শেষ। তারপর দেখতে দেখতে ১০ বছর কেটে গিয়েছে। আর কোনও আইসিসি (ICC) ট্রফি জেতেনি ভারত।
য়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল - একের পর এক আইসিসি টুর্নামেন্টের বড় ম্যাচে হেরে বিদায় নিয়েছে ভারত।
শুক্রবার ফের এক ২৩ জুন। ধোনির নেতৃত্বে ইংল্যান্ড-বধ করে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের এক দশক পূর্তি। সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভারতের শেষ আইসিসি ট্রফি জয়ের সুখস্মৃতি রোমন্থন চলল।
পাশাপাশি চলল ভক্তদের হাহুতাশ। অনেকেই প্রশ্ন করলেন, ফের কবে আইসিসি ট্রফি জিতবে ভারত? কবে কাটবে আইসিসি ট্রফির খরা?
১০ বছর আগে বার্মিংহামে বৃষ্টিবিঘ্নিত সেই ফাইনালে প্রথমে ব্যাট করেছিল ভারত। টস জিতে স্যাঁতস্যাঁতে আবহে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংরেজ অধিনায়ক কুক। ২০ ওভারে ১২৯/৭ তোলে ভারত। ইংরেজ বোলারদের মধ্যে রবি বোপারা ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুককে হারায় ইংল্যান্ড। এরপরই ভারতীয় স্পিনারদের কামাল শুরু। ইয়ান বেলকে তুলে নেন জাডেজা। জোনাথন ট্রট ও জো রুটকে ফিরিয়ে দেন অশ্বিন। অইন মর্গ্যান ও রবি বোপারা ফেরেন ইশান্ত শর্মার বলে। জস বাটলারকে তুলে নেন জাডেজা। শেষ পর্যন্ত ১২৪/৮ স্কোরে আটকে যায় ইংল্যান্ড। মাত্র ৫ রানে ম্যাচ জেতে ভারত। ট্রফি ওঠে ধোনির হাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -