India Javelin Performance: অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সে জ্যাভলিন ইভেন্টে উজ্জ্বল ভারতীয় অ্যাথলিটরা
জ্যাভলিনে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় অ্যাথলিটদের। প্যারালিম্পিক্সে সোমবার সোনা জিতেছে ভারত। পুরুষদের জ্যাভলিনে এফ-৬৪ ইভেন্টে সোনা সুমিত আন্টিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যাভলিনে রুপো জেতেন পদক দেবেন্দ্র ঝাঝারিয়া। এফ ৪৬ বিভাগে পদক জেতেন দেবেন্দ্র।
এর আগে এথেন্স ও রিও প্যারালিম্পিক্সেও পদক জিতেছিলেন দেবেন্দ্র। আগের ২ বারই সোনা জিতেছেন তিনি।
এবার টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছেন ভারতের নীরজ চোপড়া।
দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জয় করেছেন পানিপথের নীরজ।
টোকিও প্যারালিম্পিক্সে এফ ৪৬ বিভাগে। সেই একই বিভাগে সুন্দর সিংহ ব্রোঞ্জ জিতেছেন।
৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিনে ছুঁড়ে এবার টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছেন নীরজ।
টোকিও অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিশ্ব ক্রমতালিকায়ও উন্নতি হয়েছে নীরজের। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -