ODI World Cup 2023: স্বপ্ন দেখা শুরু... রাত পোহাতেই বাড়বে ১৩০ কোটি ভারতীয়র বুকের ধুকপুকানি
ICC ODI World Cup 2023, IND vs AUS: ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ভারত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল। রোহিতরা পারবেন কি শাপমোচন করতে?
আগামীকাল বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া (ছবি সৌ: পিটিআই)
1/8
আবার বিশ্বকাপ, আবার ফাইনাল, আবার সামনে অজিরা, কুড়ি বছর আগে সৌরভদের হারের বদলা নিতে পারবেন রোহিতরা? বিশ্বজয়ের হাতছানি বিরাটদের, আগামীকাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২ টো থেকে।
2/8
গোটা ভারতজুড়ে প্রত্যেক ক্রিকেটপ্রেমী মানুষ অপেক্ষা করে রয়েছে রবিবারের জন্য। আগামীকাল অজি বধ করে তৃতীয়বার ওয়ান ডে বিশ্বসেরা হওয়ার হাতছানি।
3/8
দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই যজ্ঞ, প্রার্থনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের জয় কামনায়।
4/8
রোহিত, বিরাটদের ছবি নিয়ে জাতীয় পতাকা নিয়ে খুদেদের দৌড়। এভাবেই ভারতীয় দল কাল ২২ গজে জয়ের দৌড় দিতে পারবে?
5/8
দেশের স্কুলগুলোতেও প্রার্থনা করা হচ্ছে ভারতীয় দলের জয়ের জন্য। বিশ্বকাপের পোস্ট ও জাতীয় পতাকা নিয়ে ছবি তুলেছেন অনেক খুদে।
6/8
আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে ভিড় চোখে পড়ার মত। ম্যাচের আগের দিনই ভিড় জমিয়েছেন অসংখ্য ক্রিকেট অনুরাগী।
7/8
অভিনব উদ্যোগ ক্রিকেটপ্রেমীদের। বিশ্বকাপের রেপ্লিকার সঙ্গে প্রত্যেক ক্রিকেটারের মুখোশ নিজেদের মুখে লাগিয়ে ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা ফাইনালের আগে।
8/8
বিভিন্ন ক্রিকট কোচিং ক্যাম্পেও ভারতীয় দলের ফাইনালে সাফল্য কামনায় সবাই এক হয়ে রোহিত, গিলদের শুভেচ্ছা জানিয়েছেন।
Published at : 18 Nov 2023 09:35 PM (IST)