Indian Cricket Team: বিশ্বকাপের দলে কি থাকছেন রাহুল-শ্রেয়স? ছবি স্পষ্ট হয়ে যাবে আজই
হাতে আর সর্বোচ্চ ১৫ দিন। তার মধ্যেই বিশ্বকাপের (ODI World Cup) প্রাথমিক দল ঘোষণা করে দিতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরিস্থিতিতে আজ, সোমবার, ২১ অগাস্ট দুপুরের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ, এদিনই এশিয়া কাপের (Asia Cup) দল ঘোষণা করা হবে। যে দল দেখলেই বোঝা যাবে, বিশ্বকাপের দলে কারা থাকতে চলেছেন। এশিয়া কাপের দলে তাঁদেরই রাখার কথা, বিশ্বকাপের দলে যাঁদের ভাবা হচ্ছে।
বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। যার মধ্যে অন্যতম, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার কি সম্পূর্ণ ফিট? তাঁদের কি এশিয়া কাপের দলে রাখা হবে?
আইপিএলের সময় ঊরুতে চোট পেয়েছিলেন কে এল রাহুল। তিনি টুর্নামেন্টের মাঝ পথ থেকে ছিটকে যান।
ঊরুতে অস্ত্রোপচার হয়েছে কর্নাটকের তারকার। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। সেখানেই রাহুলের রিহ্যাব চলছে।
রবিবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে একটি ম্যাচ খেলেছেন রাহুল। তিনি ম্যাচ ফিট হয়েছেন কি না, তা নিয়ে বোর্ডের কাছে রিপোর্ট পাঠিয়েছে মেডিক্যাল টিম।
রাহুল ফিট হয়ে গেলে উইকেটকিপার নিয়ে উদ্বেগ কমবে টিম ম্যানেজমেন্টের। ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার পর থেকে যে জায়গাটা নিয়ে প্রশ্ন রয়েছে।
ঈশান কিষাণ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ছন্দে ছিলেন। তবু বিশ্বকাপের মতো বড় মঞ্চে রাহুলের অভিজ্ঞতা সম্পদ হতে পারে টিম ইন্ডিয়ার। রাহুলকে এশিয়া কাপের দলে রাখা হলে ধরেই নেওয়া হবে যে, বিশ্বকাপের দলেও উইকেটকিপার হিসাবে তিনি প্রথম পছন্দ।
অস্ত্রোপচারের পর এনসিএ-তে রিহ্য়াব চলছে শ্রেয়স আইয়ারেরও। চোটের জন্য তিনি আইপিএলে খেলতে পারেননি। শ্রেয়স ফিট হয়ে গেলে ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গা নিয়ে উদ্বেগ কমবে টিম ইন্ডিয়ার।
ইতিমধ্যেই একটি প্রস্তুতি ম্যাচে ৫০ ওভার ফিল্ডিং করেছেন শ্রেয়স। কোনও জড়তা ছাড়াই। সেই ম্যাচে ব্যাট হাতে ৩৮ রানও করেন মুম্বইয়ের ক্রিকেটার। যা এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে তাঁর অন্তর্ভুক্তির সম্ভাবনাকে আরও জোরাল করেছে।- পিটিআই ফাইল ছবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -