Dengue : ডেঙ্গি একবার হলে কি দ্বিতীয়বার হয় না? হলে আরও ভয়ঙ্কর?কী বলছেন চিকিৎসকরা?
এখন অনেকের মনেই প্রশ্ন, কেউ যদি দ্বিতীয়বার ডেঙ্গি আক্রান্ত হন, তাহলে তিনি অপেক্ষাকৃত কম ভুগবেন ? অর্থাৎ বিপদ কম ?
ডেঙ্গি
1/9
রাজ্যে এবার দশ হাজারের গণ্ডি পেরোতে চলেছে ডেঙ্গি? স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র এই বছরেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার।
2/9
অনেকেই মনে করেন, একবার ডেঙ্গি হয়ে গেলে আরও একবার হওয়ার আশঙ্কা কম। কিন্তু এটা এক্কেবারে ভুল ধারণা। পুনর্বার ডেঙ্গি আক্রান্ত হওয়ার উদাহরণ ভুৃরি ভুরি ।
3/9
চিকিৎসক অনির্বাণ দলুই জানাচ্ছেন, এমনও দেখা যাচ্ছে গতবার যারা আক্রান্ত হয়েছেন এবারও আক্রান্ত হচ্ছেন। অন্য সেরোটাইপেও এবার আক্রান্ত হতে পারেন।
4/9
এখন অনেকের মনেই প্রশ্ন, কেউ যদি দ্বিতীয়বার ডেঙ্গি আক্রান্ত হন, তাহলে তিনি অপেক্ষাকৃত কম ভুগবেন ? অর্থাৎ বিপদ কম ?
5/9
এ বছর, গত দেড় মাসেরও বেশি সময় ধরে রাজ্যে দাপট বেড়েছে ডেঙ্গির। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে মশা বাহিত রোগের প্রকোপ।
6/9
ডা. প্রভাস প্রসূন গিরি জানাচ্ছেন, যাঁদের দ্বিতীয়বার ডেঙ্গি হয়, তাকে বলে সেকেন্ডারি ডেঙ্গি। দেখা গেছে, দ্বিতীয়বারের ডেঙ্গির রোগভোগ বা বিপদ প্রথমবারের থেকে বেশি হচ্ছে।
7/9
তাই কারও যদি দ্বিতীয়বার ডেঙ্গি হয়, তাদের বেশি সতর্ক থাকতে হবে। একটুও বাড়াবাড়ি দেখলেই হাসপাতালে নিয়ে যেতে হবে।
8/9
ডেঙ্গি এমন একটা অসুখ, যেখানে জ্বর থাকতে থাকতে খুব একটা সমস্যা দেখা যায় না। জ্বর কমে যাওয়ার পর নানা সমস্যা দেখা দিতে পারে। তাই জ্বর কমে যাওয়ার পরের সতর্কতা গুরুত্বপূর্ণ। অল্প সংখ্যক রোগীদেরই এই সমস্যা হয়ে থাকে।
9/9
ডেঙ্গি রোগের জীবাণু বহণ করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। তাই বাড়ির আশেপাশে জল জমতে দেওয়া যাবে না।
Published at : 21 Aug 2023 07:14 AM (IST)