Ind vs Eng: কাল রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজের অভিযান শুরু, অনুশীলনে ব্যস্ত বিরাট বাহিনী

টিম ইন্ডিয়া

1/9
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের অভিযান শুরু করছে ভারতীয় দল। কাল শুরু প্রথম টেস্ট। (সব ছবি বিসিসিআই ও ক্রিকেটারদের ট্যুইটার সৌজন্যে)
2/9
দলের ছেলেদের সঙ্গে অনুশীলনে আলোচনায় রবি শাস্ত্রী।
3/9
অনুশীলনে ভারতের তরুণ অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
4/9
কিং কোহলিও ২২ গজে ফেরার আগে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে।
5/9
নেটে বল করতে দেখা গেল দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।
6/9
রানিং, ড্রিল সবরকম অনুশীলনই করল ভারতীয় দল। রানিংয়ে দেখা গেল অভিজ্ঞ রাহানে, ইশান্ত, অশ্বিনকেও।
7/9
অগ্রবালের চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ওপেনিংয়ে রোহিত শর্মার ওপরই মূল গুরুদায়িত্ব থাকবে।
8/9
লোয়ার অর্ডারে অক্ষর প্য়াটেলের ব্যাটিংও কাজে আসবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
9/9
ডারহামে কিছুদিন আগে কাউন্টি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারতীয় দল।
Sponsored Links by Taboola