Indian Cricketers: ১০০ কিলোমিটার গতি ৩ সেকেন্ডে! দাম কোটিতে, ভারতীয় ক্রিকেটারদের গাড়ির সংগ্রহ দেখলে চমকে উঠবেন
মাঠে ব্যাট হাতে তিনি ছিলেন বোলারদের কাছে মূর্তিমান আতঙ্ক। তবে মাঠের বাইরে স্পোর্টস কার দেখলে মন্ত্রমুগ্ধ হয়ে যান যুবরাজ সিংহ। বিএমডব্লিউ এক্স সিক্স এম, বিএমডব্লিউ এম থ্রি, বিএমডব্লিউ থ্রি সিরিজ ও অডি কিউ ফাইভ, ,বিএমডব্লিউ এম ফাইভের মতো গাড়ি রয়েছে যুবির সংগ্রহে। তবে সেরা আকর্ষণ ল্যামবার্গিনি মার্সিয়েলাগো। দাম? প্রায় তিন কোটি টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাড়ির শখ রয়েছে বর্তমানে বিশ্বক্রিকেটের সেরা ব্যাটার যাঁকে বলা হয়, সেই বিরাট কোহলিরও। ২০১৯ সালে তিনি ৩ কোটি ৮০ লক্ষ টাকায় কিনেছিলেন বেন্টলে কন্টিনেন্টাল জিটি। পরের বছর ৩ কোটি ৭৪ লক্ষ টাকায় বেন্টলে ফ্লাইং স্পার কেনেন কোহলি।
সচিন তেন্ডুলকরের গাড়ির সংগ্রহ দেখলে মনে হতে পারে, কোনও গাড়ির প্রদর্শনীতে এসে হাজির হয়েছেন। মাস্টার ব্লাস্টারের গ্যারাজে রয়েছে বিএমডব্লিউ ৭৫০ এলআই এম স্পোর্ট, মার্সিডিজ বেঞ্জ সি ৩৬ এএমজি, বিএমডব্লিউ এক্স ফাইভ এম ৫০ ডি, বিএমডব্লিউ এম ফাইভ, এম সিক্সের মতো গাড়ি।
৩ কোটি ১৫ লক্ষ টাকায় ল্যামবার্গিনি উরুস কিনেছিলেন রোহিত। সেই সঙ্গে ভারত অধিনায়কের রয়েছে বিএমডব্লিউ এম ফাইভ, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি, বিএমডব্লিউ এক্স থ্রির মতো মূল্যবান গাড়ি।
ধোনির গাড়ি প্রেমের কথা সর্বজনবিদিত। ফেরারি ৫৯৯ জিটিও, কনফেডারেট হেলক্যাট এক্স ১৩২, হামার এইচ টু, পন্টিয়ার ফায়ারবার্ড ট্রান্স অ্যাম, পোর্শে ৯১১-র মতো গাড়ি রয়েছে ক্যাপ্টেন কুলের। মার্কিন সেনাবাহিনীতে হামার গাড়ি ব্যবহার করা হয়।
হামার টু, বিএমডব্লিউ ৫২০ ডি, মার্সিডিজ জিএলএস ৩৫০ - হরভজন সিংহও পিছিয়ে নেই। তাঁর সংগ্রহে রয়েছে একাধিক বিদেশি গাড়ি।
২ কোটি ১০ লক্ষ টাকা দামের ল্যান্ড রেঞ্জ রোভার রয়েছে সুরেশ রায়নার। পাশাপাশি মিনি বক্সটার, পোর্শে কুপারের মতো দামী গাড়ি রয়েছে রায়নার।
তিনি জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। তবে শিখর ধবন গাড়ির কালেকশনে অন্যদের সঙ্গে পাল্লা দিতে পারেন। বিএমডব্লিউ এম এইট কুপ রয়েছে তাঁর। দাম ২ কোটি ১৮ লক্ষ টাকা। গাড়িতে ১০০ কিলোমিটার গতি তুলতে লাগে মাত্র ৩.৩ সেকেন্ড!
টয়োটা ইটিয়স থেকে শুরু করে জিপ কম্পাস, রেঞ্জ রোভার ভেগ, অডি এ সিক্স, পোর্শে কেনি - হার্দিক পাণ্ড্যর গাড়ির কালেকশন চোখ ধাঁধিয়ে দিতে পারে। ৩ কোটি ৭৪ লক্ষ টাকায় ল্যামবার্গিনি হারাকান ইভো কিনেছিলেন বঢোদরার অলরাউন্ডার।
২ কোটি টাকা দামের অডি আর এইট রয়েছে কে এল রাহুলের। এক কোটি টাকা দামের রেঞ্জ রোভার ভেলার আছে রাহুলের। সঙ্গে মার্সিডিজ ও বিএমডব্লিউ-র কালেকশনও চোখধাঁধানো। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -