Divya Deshmukh: মাত্র উনিশেই চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার, দিব্যা দেশমুখের শিক্ষাগত যোগ্যতা কতদূর জানেন?
Grandmaster Divya Deshmukh: শনিবার প্রথম খেলায় সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন দিব্যা। শুরুতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু হাম্পি যদিও ম্য়াচে ফিরে এসেছিলেন তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।
দিব্যা দেশমুখ
1/10
FIDE Women’s World Cup 2025 টুর্নামেন্টে ফাইনালে দিব্যা দেশমুখ হারিয়ে দিয়েছিলেন স্বদেশীয় কোনেরু হাম্পিকে। টাই ব্রেকে হারিয়ে দেন ১৯ বছরের দিব্যা।
2/10
২০০৫ সালের ৯ ডিসেম্বর নাগপুরে জন্ম হয় দিব্যা দেশমুখের। CBSE বোর্ডের ভবনস ভগবানদাস পুরোহিত বিদ্যামন্দির স্কুলে পড়াশুনো সেরেছেন দিব্যা।
3/10
শনিবার প্রথম খেলায় সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন দিব্যা। শুরুতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু হাম্পি যদিও ম্য়াচে ফিরে এসেছিলেন তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। রবিবার দ্বিতীয় খেলাটিতে দুজনেই সমানে সমানে লড়াই করেন।
4/10
দুটো ক্লাসিক্যাল গেম ড্র হয়। এরপর খেলা গড়িয়েছিল সোমবার। টাইব্রেকারেও ফের সাদা ঘুঁটি নিয়েই নিজের খেলা শুরু করেছিলেন দিব্যা। প্রথম র্যাপিড গেমটি ড্র হয়। তবে পরের গেমে কালো ঘুঁটি নিয়ে ম্য়াচে বাজিমাত করে দেন দিব্যা। ভারতের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার হয়ে গেলেন দিব্যা।
5/10
এছাড়াও প্রথমবার মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন পেল ভারত। দিব্যাই সেই ইতিহাস গড়লেন। ম্যাচের পর চোখে জল দেখা যায় দিব্যার। মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন দীর্ঘক্ষণ।
6/10
তিনি বলেন, ''টুর্নামেন্ট শুরুর আগে আমি শুধু ভাবছিলাম যে এখান থেকে আমি গ্র্যান্ডমাস্টার পর্বে খেলার জন্য হয়ত উন্নীত হতে পারব। কিন্তু টুর্নামেন্টের শেষে আমিই গ্র্যান্ডমাস্টার এখন। এর থেকে ভাল অনুভূতি আর কিছু হতে পারে না।''
7/10
মাত্র ১০ বছর বয়সেই জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন দিব্য়া দেশমুখ। দেশের জার্সিতে বয়সভিত্তিক ক্যাটাগরিতে খেতাব জিতেছিলেন।
8/10
দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ডিস্টিংশন নিয়ে পাশ করেছিলেন।
9/10
২০২১ সালে দিব্যা দেশমুখ উইমেন্স গ্র্যান্ডস্লাম খেতাব জিতেছিলেন। তিনিই ভারতের দ্বিতীয় সেরা র্যাঙ্কিং মহিলা দাবাড়ু।
10/10
ক্রমতালিকার বিচারে কোনেরু হাম্পি অনেকটাই এগিয়ে ছিলেন দিব্যা দেশমুখের থেকে। কিন্তু এদিন শেষ হাসি হাসলেন দিব্যাই। গত বছর চেস অলিম্পিয়াডেও সোনা জিতেছিলেন দিব্যা।
Published at : 28 Jul 2025 09:40 PM (IST)