Indian Hockey Team : খোলামেলা আড্ডা, লন্ডনে ভারতীয় হাই কমিশনে সম্মানের মঞ্চে ভিন্ন মুডে ভারতীয় হকি দলের তারকারা
সৌমিক সাহা, লন্ডন : লন্ডনের মাটিতে সম্মান জানান হল ভারতীয় হকি দলকে। High Commission of India-র পক্ষ থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় হকি খেলোয়াড়দের সংবর্ধনার সঙ্গে খোলামেলা আড্ডার এক অনুষ্ঠানেরও আয়োজন হয়েছিল।
ভারতীয় হকির ঐতিহ্য নিয়ে আলোচনা থেকে বর্তমান সাফল্য, হালকা মেজাজের আলোচনায় উঠে এল একাধিক প্রসঙ্গ।
এই মুহূর্তে FIH Pro-League-এর ম্যাচ খেলতে লন্ডনে রয়েছে ভারতীয় হকি দল।
গ্রেট ব্রিটেন (২-৪) ও টোকিও অলিম্পিক্স চ্যাম্পিয়ন বেলজিয়ামের (১-২) দুটো ম্যাচে হারলেও পরের দুটো ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী কোচ ক্রেগ ফুলটন।
খোলামেলা আড্ডার মাঝে অলিম্পিকে পদকজয়ের পর গোলরক্ষক পিআর শ্রীজেশের গোলপোস্টের ওপরে উঠে সেলিব্রেশনের ছবি ও স্মৃতি উঠে আসে কথাবার্তায়।
দলের সিনিয়র PR Sreejesh, অধিনায়ক Harmanpreet Singh সহ গোটা ভারতীয় দলই হাজির হয়েছিল যে অনুষ্ঠানে।
Deputy High Commissioner-র পৌরহিত্যে চলে যাবতীয় আলাপ-আলোচনা। যা কার্যত পরিণত হয়েছিল প্রাণখোলা আড্ডায়।
ভারতীয় হকি দলের তারকারা Deputy High Commissioner সুজিত ঘোষের সঙ্গে আলাপচারিতায় তুলে ধরেন তাঁদের হকি ও ব্যক্তিজীবনের একাধিক দিক।
প্রসঙ্গত, প্রো-লিগে আরও দুটো ম্যাচে গ্রেট ব্রিটেন ও বেলজিয়ামের বিরুদ্ধে লন্ডনের মাটিতেই ম্যাচ খেলবে ভারতীয় হকি দল। তারপর তারা নেদারল্যান্ডসে খেলতে যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটেনে ভারতের High Commissioner বিক্রম দোরাইস্বামী।
প্রো-লিগের নিয়ম অনুযায়ী পরের লেগের আয়োজক নেদারল্যান্ডসের পাশাপাশি আর্জেন্তিনার বিরুদ্ধে যেখানে জোড়া ম্যাচ ভারতীয় হকি দলের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -