Lifestyle:নখের রং বদলে যাচ্ছে? ফেরাতে কী করবেন?
নখের রং বদলে যাচ্ছে? কিছুতেই চেনা রূপে ফেরানো যাচ্ছে না? একবার ঘরোয়া কিছু টোটকা 'ট্রাই' করে দেখতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমালাই এবং গ্লিসারিন। একটি পাত্রে গ্লিসারিনের সঙ্গে ১ চামচ মালাই মিশিয়ে নিয়ে সেটি দিয়ে ভাল করে নখে ম্যাসাজ করলে ফারাক আসতে পারে।
মালাই ও গ্লিসারিনের মিশ্রণের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলে আরও বেশি উপকার, মনে করেন অনেকেই।
কখনও আবার অলিভ অয়েলও ব্যবহার করে দেখা যেতে পারে।
অলিভ অয়েলের মধ্য়ে এমন খনিজ পদার্থ ও ভিটামিন রয়েছে যা নখের জোর বাড়াতে সাহায্য করে। তাই অন্তত সপ্তাহে একদিন অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করা ভাল।
তবে নখের রং ফেরাতে সবথেকে সহজে যে জিনিসটি ব্যবহার করা যেতে পারে, তা হল লেবু। একটি বাটিতে লেবু নিংড়ে যে রস বেরোয় তার সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে নিতে হবে। তার পর সেই মিশ্রণে মিনিট পাঁচকে আঙুল ডুবিয়ে রাখলেই তফাৎটা বোঝা যাবে।
খাবারদাবারের দিকেও নজর দেওয়া জরুরি। বিশেষত জিঙ্কসমৃদ্ধ খাবার নখের জোর বাড়ায়।
ভিটামিন ই সমৃদ্ধ কোনও লোশন বা সিরাম ব্যবহারও এক্ষেত্রে উপকারী। যে নখের রং ফিকে হয়ে গিয়েছে, তাতে ও সেই নখের আশপাশের ত্বকে ওই সিরাম বা লোশন লাগানো জরুরি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -