Asia Cup: পন্থ না কার্তিক, প্রথম একাদশে কে খেলবেন তা নিয়ে তুঙ্গে জল্পনা
এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলেন নির্বাচকেরা। অধিনায়ক হিসাবে রয়েছেন রোহিত শর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলের সহ অধিনায়ক করা হয়েছে কে এল রাহুলকে। যিনি করোনামুক্ত হয়ে জাতীয় দলে ফিরলেন।
খারাপ ফর্ম কাটিয়ে ওঠার জন্য তাঁকে কিছুদিন বিশ্রাম দিয়েছিলেন নির্বাচকেরা। তবে এশিয়া কাপের দলে ফেরানো হয়েছে বিরাট কোহলিকে।
এশিয়া কাপ খেলা হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন সূর্যকুমার যাদব।
সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে দলের ভরসা হয়ে উঠেছেন দীপক হুডা। দলে রয়েছেন তিনিও।
সবচেয়ে বেশি চর্চা চলছে উইকেটকিপারের জায়গা নিয়ে। দলে রয়েছেন ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক। কাকে দেখা যাবে প্রথম একাদশে?
ঋষভ নিজের দিনে ম্য়াচ উইনার। আবার ডিকে এক ওভারে ম্যাচের রং পাল্টে দিতে পারেন। মনে করা হচ্ছে, পন্থকে দিয়ে কিপিং করিয়ে প্রথম একাদশে শুধু ব্যাটার হিসাবে খেলানো হতে পারে কার্তিককে।
দলে অলরাউন্ডার হিসাবে রয়েছেন হার্দিক পাণ্ড্য।
স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে।
দলের স্পিন বিভাগের সেরা অস্ত্র অফস্পিনার আর অশ্বিন।
টি-টোয়েন্টিতে দুরন্ত রেকর্ড লেগস্পিনার যুজবেন্দ্র চাহালেরও।
তৃতীয় স্পিনার হিসাবে দলে রয়েছেন রবি বিষ্ণোই। তাঁর জোরের ওপর করা লেগস্পিন ঘাতক হতে পারে।
দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন অর্শদীপ সিংহ। এশিয়া কাপেও তিনি তুরুপের তাস হতে পারেন।
নবাগত আবেশ খানের দিকেও নজর থাকবে সকলের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -