Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ravichandran Ashwin Birthday: ৩৬-এ পা দিলেন রবিচন্দ্রন অশ্বিন, এক নজরে ভারতীয় তারকার ১০ অনন্য রেকর্ড
একমাত্র স্পিনার হিসাবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার কৃতিত্ব রয়েছে অশ্বিনের দখলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় বোলার হিসাবে টেস্টে আইসিসির ক্রমতালিকায় অশ্বিনের ৯০৪-ই সর্বোচ্চ রেটিং পয়েন্ট।
টেস্টে দ্রুততম বোলার হিসাবে ২৫০, ৩০০ ও ৩৫০ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় হিসাবে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০ ও ৪০০তম উইকেট কৃতিত্বও অশ্বিনের দখলে।
ভারতের হয়ে টেস্টে সর্বাধিক নয়বার সিরিজ সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই কৃতিত্ব অন্য কোনও ভারতীয়র নেই।
ভারতের হয়ে এক বছরে (২০১৬) সর্বাধিকবার পাঁচ উইকেট (আট বার) ও ১০ উইকেট (তিন বার) নিয়েছেন তিনি।
ভারতের হয়ে সর্বাধিক তিনবার একই ম্যাচে পাঁচ উইকেট নেওয়া ও শতরান করার কৃতিত্ব রয়েছে অশ্বিনের দখলে।
টেস্টে আট নম্বরে ব্যাট করে অশ্বিনের থেকে অধিক শতরান (তিন) করার কৃতিত্বও অন্য কোনও ভারতীয়র নেই।
টেস্টের সর্বকালের ইতিহাসে বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে পরিসংখ্যানের বিচারে অশ্বিনই সফলতম বোলার।
অশ্বিনই একমাত্র ভারতীয় যিনি পরপর তিন বছর (২০১৫ থেকে ২০১৭) ৫০-র অধিক টেস্ট উইকেট নিয়েছেন।
টেস্টে ভারতের হয়ে সর্বাধিকবার উভয় ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -