Asia Cup: সুপার ফোরে সামনে পাকিস্তান, কলম্বোর এনসিসিতে প্রস্তুতি শুরু করে দিলেন গিল, রাহুলরা
গ্রুপ পর্বে একবার ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আগামী রবিবার ফের ভারত পাক দ্বৈরথ। এবার এশিয়া কাপের সুপার ফোরের লড়াই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাকিস্তান ম্যাচে নামার আগে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। গিল, রাহুল প্রত্যেককেই দেখা গেল কলম্বোর এনসিসিতে গা ঘামাতে।
নেটে শার্দুল ঠাকুরকে দেখা গেল নাগাড়ে বল করে গেলেন নেটে।
বৃষ্টির জন্য় ইন্ডোর প্র্যাক্টিসেই নিজেদের ব্যস্ত রাখলেন ভারতীয় ক্রিকেটাররা। কে এল রাহুলকেও দেখা গেল বেশ ভাল প্রস্তুতি সারতে।
রাহুলকে দেখা গেল নেটে ব্য়াটিং করতে। হার্দিক পাণ্ড্যকেও দেখা গেল রাহুলের সঙ্গে নেটে ব্যাটিং অনুশীলন সারতে।
সূর্যকুমার যাদব এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচে নামেননি। পাকিস্তান ম্যাচের আগে অবশ্য বেশ কিছুক্ষণ কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা গেল ডানহাতি ব্য়াটারকে।
বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্য ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ২ সদস্য। পাক ম্যাচেও এই ২ তারকার দিকে নজর থাকবে।
চােট সারিয়ে ফেরার পর শ্রেয়স আইয়ার এখনও পর্যন্ত সেভাবে ছাপ ফেলতে পারেননি চলতি এশিয়া কাপ। পাকিস্তান ম্য়াচে মিডল অর্ডারে শ্রেয়সের বিরুদ্ধে
পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্য়াচে বৃষ্টি তাল কেটেছিল। সেই ম্যাচের কোনও ফল নির্ধারণ হয়নি। কলম্বোতেও কি তাই হবে?
প্রেমদাসা স্টেডিয়ামে রবিবার ভারত-পাক দ্বৈরথ। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই ম্যাচের জন্য রিজার্ভ ডে ঘোষণা করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -