IND vs SA 2nd ODI: রাঁচিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত, লক্ষ্মণের তত্ত্বাবধানে চলল কড়া অনুশীলন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে হেরে দ্বিতীয় ওয়ান ডে খেলতে ইতিমধ্যেই রাঁচিতে পৌঁছে গিয়েছে শিখর ধবনের নেতৃত্বাধীন ভারতীয় দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাঁচিতে ম্যাচের আগের দিন কড়া অনুশীলন করল ভারতীয় টিম ।
রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে দলের কোচের দায়িত্ব নেওয়া ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে চলল অনুশীলন।
অনুশীলনে খোশমেজাজে দেখা গেল ভারতের তারকা বোলার মহম্মদ সিরাজকে।
অনুশীলনে রজত পতিদারের মতো ভারতীয় দলের নতুন মুখদেরও দেখা গেল।
দীপক চাহারের বদলি হিসাবে চলতি সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। তিনিও অনুশীলনে নেমে পড়েন।
অনুশীলনে বাংলার শাহবাজ, মুকেশ কুমারদেরও দেখা গেল। তাঁরা দ্বিতীয় ওয়ান ডেতে খেলার সুযোগ পান কি না, সেইদিকে বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে।
দীপক চাহারের অনুপস্থিতিতে ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে শার্দুল ঠাকুরের দায়িত্বও কিন্তু বেড়ে গেল।
শুভমন গিল প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ম্যাচে রানে ফিরতে মরিয়া হয়ে মাঠে নামবেন শুভমন।
গত ম্যাচে দুরন্ত ইনিংসেও ভারতকে জেতাতে পারেননি সঞ্জু স্যামসন। রবিবারের ম্যাচে তিনি নিশ্চয়ই নিজের ফর্ম অব্যাহত রাখার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -