Sports 2025: ২০২৫ সালটাই যেন খরা কাটানোর বছর, শুধু ভারতীয় মহিলা দলই নয়, এই বছরই স্বপ্নপূরণ করেছে আরও অনেকে

Year enders 2025: ২০২৫ সালটাই যেন স্বপ্নপূরণের বছর। ভারতীয় মহিলা ক্রিকেট দল থেকে পিএসজি, আরসিবি, বহু দল এ বছরই খরা কাটিয়েছে।

Continues below advertisement

সপ্তাহান্তে হরমনপ্রীতদের স্বপ্নপূরণ

Continues below advertisement
1/8
সপ্তাহান্তেই ১৫০ কোটির ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন হরমনপ্রীত কৌররা। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অবশেষে অপেক্ষার অবসান হয়।
2/8
পূর্ব হতাশা ঝেড়ে ফেলে প্রথমবার মহিলাদের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। তবে শুধু হরমনদের নয়, এই বছরে কিন্তু একাধিক দলগুলির নিজেদের অপেক্ষার অবসান ঘটিয়েছে।
3/8
সিডনি থান্ডারের বিরুদ্ধে সহজেই ১৮৩ রান তাড়া করে এই বছরের শুরুতেই প্রথমবার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হয় হোবার্ট হ্যারিকেন।
4/8
লিভারপুলকে লিগ কাপ ফাইনালে ২-১ গোলে হারিয়ে সাত দশকে নিজেদের প্রথম ট্রফি জেতে নিউক্যাসেল ইউনাইটেড।
5/8
ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে আরেক ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস নিজেদের শতাধিক বছরের ইতিহাসে প্রথম বড় ট্রফি জেতে। ঈগলসদের ঘরে আসে এফএ কাপ।
Continues below advertisement
6/8
মেসি, এমবাপে, নেমারের তারকা জুটি পারেননি। তবে উসমান দেম্বেলেরা পেরেছেন। লুইস এনরিকের তত্ত্বাবধানে এই বছরেই নিজের কাঙ্খিত লক্ষ্য়ে সফল হয় প্যারিস সঁ জরমঁ। এই প্রথমবার চ্যাম্পিয়ন লিগ জেতে ফ্রান্সের ক্লাব।
7/8
কাঙ্খিত লক্ষ্যে পৌঁছয় দক্ষিণ আফ্রিকাও। বছরের পর বছর শক্তিশালী দল নিয়েও তীরে এসে বারবার প্রোটিয়াদের তরী ডোবায় মিলেছিস 'চোকার্স ' তকমা। তবে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই তকমা মুছে ফেলে রামধনুর দেশ। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে দক্ষিণ আফ্রিকা।
8/8
সবার শেষে যেই দলের কথা না বললেই নয়, সেটি হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি এই বছরেই প্রথমবার আইপিএল জিতে কোহলির ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটায় আরসিবি।
Sponsored Links by Taboola