Indonesia Open 2023: ইন্দোনেশিয়া ওপেনে সাত্ত্বিক-চিরাগের ইতিহাস, বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে জিতলেন খেতাব
কোরিয়ান জুটি ক্যাং মিন হিউক ও সিও সিয়াং জাইকে তিন গেমের লড়াইয়ের হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে উঠে আগেই ইতিহাস গড়েছিলেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন মালয়েশিয়ান জুটি অ্যারন চিয়া, উই ইয়ক শোকে হারিয়ে ফের ইতিহাস গড়লেন সাত্ত্বিক-চিরাগ।
প্রথম ভারতীয় জুটি হিসাবে কোনও সুপার ১০০০ টুর্নামেন্ট জিতলেন সাত্ত্বিক ও চিরাগ।
সাত্ত্বিক-চিরাগ ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে পরাজিত করেন।
ম্যাচে খাতায় কলমে কিন্তু মালয়েশিয়ার জুটিই ফেভারিট হিসাবে কোর্টে নেমেছিলেন। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতীয় জুটিই দাপট দেখান।
প্রথম গেমে শুরুতে পিছিয়ে পড়েও শেষমেশ জয় পান সাত্ত্বিক, চিরাগ। আর দ্বিতীয় গেমে আরও আগ্রাসী ভঙ্গিমায় ব্যাডমিন্টন খেলে ম্যাচ ও গেম নিজেদের নামে করে ভারতীয় জুটি।
নয় সাক্ষাৎকারে এই প্রথমবার চিয়া ও ইয়ক শো জুটিকে হারাতে সক্ষম হলেন সাত্ত্বিক-চিরাগ।
এই টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় জুটি হিসাবে সুপার ১০০০, সুপার ১০০, সুপার ৩০০, সুপার ৫০০ ও সুপার ৭৫০ও জেতার নজির গড়লেন সাত্ত্বিক ও চিরাগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -