International Olympic Day 2022: আজ আন্তর্জাতিক অলিম্পিক্স দিবস, জেনে নিন দিনটির বিশেষত্ত্ব, ঐতিহ্য
আজ ২৩ জুন। আন্তর্জাতিক অলিম্পিক্স দিবস হিসেবে পালিত হয় দিনটি। জেনে নিন দিনটির বিশেষত্ত্ব, ঐতিহ্য। (সব ছবি সৌজন্যে পিক্সঅ্যাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৮৯৪ সালে আজকের দিনেই আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রতিষ্ঠা করেন পিয়ের দ্য কুবেরত্যাঁ।
অলিম্পিক্স কমিটির প্রথম সভাপতি হিসেবে ছিলেন দিমেত্রিওস ভাইকেলাস।
১৯৪৭ সালের ডক্টর গ্রাস স্টকহোমে অলিম্পিক্স কমিটির ৪১ তম রিপোর্টে একটি বিশেষ দিনটিতে অলিম্পিক্স দিবস হিসেবে পালিত করার প্রস্তাব দেওয়া হয়।
১৯৪৮ সাল থেকেই ২৩ জুন দিনটিকে আন্তর্জাতিক অলিম্পিক্স দিবস হিসেবে পালিত করা হয়।
গত বছর টোকিওতে বসেছিল অলিম্পিক্সের আসর। সেবার এই বিশেষ দিনটিতে থিম ছিল সুস্থ থাকুন, সবল থাকুন।
এবারের আন্তর্জাতিক অলিম্পিক্স দিবসের থিম হল বিশ্বজুড়ে শান্তি থাকে যেন, শান্তির বার্তা বজায় রাখুন।
প্যারিসে বসবে ২০২৪ অলিম্পিক্সের আসর। ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
১৮৯৬ সালে এথেন্সের মাটিতে প্রথমবার বসে অলিম্পিক্সের আসর। এরপর ১৯০০ সালে প্যারিসে বসেছিল এই টুর্নামেন্টের আসর।
ক্রীড়া-র প্রচার ও তার প্রসার ও নিত্যদিনের জীবনের সঙ্গে এর গুরুত্ব বোঝাতে এই বিশেষ দিনটি মোট ১৫০টি দেশে পালিত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -