IPL 2021 Auction: এবারের আইপিএলে খেলবেন স্টিভ স্মিথ? কী বলছেন মাইকেল ক্লার্ক?
গত ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে আইপিএলের ১৪ তম সিজনের জন্য নিলাম অনুষ্ঠিত হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসনের মতো অস্ট্রেলিয় খেলোয়াড়রা বেস ভালো দর পেয়েছেন। অন্যদিকে, তারকা অসি প্লেয়ার স্টিভ স্মিথতে মাত্র ২.২ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এমনকি আনক্যাপড রিলে মেরেডিথও ২০২১-এর আইপিএলে স্মিথের চেয়ে বেশি দাম পেয়েছেন। তাঁকে পঞ্জাব কিংস দলে নিয়েছে ৮ কোটি টাকায়।
স্মিথ ছাড়াও দিল্লি ক্যাপিটালস ভারতীয় পেসার উমেশ যাদবকেও দলে পেয়েছে তাঁর বেস প্রাইস ১ কোটি টাকায়। দুরন্ত অলরাউন্ডার টম কুরানকে ৫.২৫ কোটি টাকায় পেয়েছে দিল্লি ক্যাপিটালস।
এ ব্যাপারে মাইকেল ক্লার্কের মতামত, আইপিএলে খেলতে গেলে আট সপ্তাহ বিদেশে থাকতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে কোয়ারেন্টিনে থাকতে হবে। সবমিলিয়ে ১১ সপ্তাহ। আমার মনে হয় না, ৩৮০,০০০ ডলার জন্য পরিবার ছেড়ে ১১ সপ্তাহ পরিবার ছেড়ে বাইরে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -