IPL 2021 Auction: আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী পাঁচ ক্রিকেটার
গতকাল চেন্নাইয়ে হয় এবারের আইপিএল-এর নিলাম। আটটি দলই স্কোয়াড গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অনেক ক্রিকেটারই দল পেয়েছেন, আবার অনেকে অবিক্রিত থেকে গিয়েছেন। তেমনই সর্বোচ্চ দরের রেকর্ডও ভেঙে গিয়েছে। ছবি সৌজন্যে ট্যুইটার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএল-এর ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি দর পেলেন। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহের রেকর্ড ভেঙে দিয়েছেন মরিস। ছবি সৌজন্যে এএফপি
আইপিএল-এর ইতিহাসে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছেন যুবরাজ। ২০১৫ সালে তাঁকে ১৬ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস)। তবে সেবার খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই বাঁ হাতি অলরাউন্ডার। তিনি ১৪ ম্যাচে মাত্র ২৪৮ রান করেন। ২০১৬ সালে তাঁকে ছেড়ে দেয় দিল্লি। ছবি সৌজন্যে এএফপি
আইপিএল-এর ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দর পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিনস। গতবার তাঁকে ১৫.৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার নিলামের আগেই তাঁকে ধরে রাখে কেকেআর। ছবি সৌজন্যে এএফপি
এবারের আইপিএল-এর নিলামে ১৫ কোটি টাকা দিয়ে নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিয়েসনকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিকে অভিষেক হয় এই পেসারের। তাঁর ব্যাটিংয়ের হাতও ভাল। টি-২০ ছাড়াও টেস্টে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ছবি সৌজন্যে এএফপি
২০১৭ সালের আইপিএল-এর নিলামে ১৪.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিয়েছিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। বর্তমানে এই অলরাউন্ডার রাজস্থান রয়্যালসে আছেন। ছবি সৌজন্যে এএফপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -